• কলকাতায় আরও বিনিয়োগ করুন, সব রকম সহযোগিতা করব: মমতা
    আজ তক | ১৯ ডিসেম্বর ২০২৪
  • 'কলকাতায় আরও বিনিয়োগ করুন। আমাদের সরকার সব রকম সহযোগিতা করবে'। বুধবার নিউটাউনের হাতিশালায় ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভারতের পছন্দের আইটি গন্তব্য হয়ে উঠেছে বাংলা।

    বাংলায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলার উন্নতির কথাও ফেরি করেন মমতা। তাঁর কথায়,'ভারতের পছন্দের আইটি গন্তব্য হয়ে উঠেছে বাংলা। তার কারণ আমাদের এখানে দক্ষ কর্মীর অভাব নেই। আমরা বেঙ্গল সিলিকন ভ্যালি তৈরি করেছি। ২০০ একর জমি দিয়েছি সেখানে। ২৭ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। ৫৭ হাজার আইটি কর্মসংস্থান তৈরি হতে চলেছে। ২৮ সংস্থা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। বাকি ৪০টি সংস্থাও জমি নিয়েছে। এর মধ্যে ১১টি ডেটা সেন্টার। ইতিমধ্যেই ২২টি আইটি পার্ক খুলেছে বাংলায়। এগুলি টু-টায়ার ও থ্রি-টায়ার শহরে খোলা হয়েছে। সেগুলির অধিকাংশের ১০০ শতাংশ জমিই নিয়েছে আইটি সংস্থাগুলি'।

    ইনফোসিসে ৪ হাজার কর্মসংস্থান হতে চলেছে বলে জানান মমতা। তিনি বলেন,'রাজারহাটে একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে লেদার হাব আছে। ৫ লাখের বেশি কর্মসংস্থান হবে। শুনে ভালো লাগল, আপনাদের এখানেও ৪ হাজারের বেশি কর্মী কাজ করবেন। আমার ইচ্ছে ছিল ইনফোসিস এখানে আসুক। আপনারা আমার স্বপ্নপূরণ করেছেন। আমাদের এখানে দক্ষ কর্মী রয়েছে। এক্ষেত্রে আমরা দেশের মধ্যে একনম্বর। আমাদের ছেলেমেয়েরা বিশ্বের সব জায়গায় কাজ করেন'।

    বাংলার অর্থনীতি স্থিতিশীল বলেও দাবি করেন মমতা। বলেন,'আমাদের অর্থনৈতিক সংকট রয়েছে। বামেদের রেখে যাওয়া ধার শোধ করতে হচ্ছে। তাছাড়া আমাদের অর্থনীতি স্থিতিশীল।  ৯০ লক্ষ কোটি ছুঁয়েছে বাংলার জিডিপি'।

    মমতা আরও বলেন,'প্রতিবছর ৬ ফেব্রুয়ারি বেঙ্গল বিজনেস সামিট করি। ৪০ থেকে ৪৫ দেশ অংশ নেয়। আপনারাও আসুন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় আমরা এক নম্বর। নতুন বছরের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। যুব সমাজের জন্য সুযোগ তৈরি হবে'।
  • Link to this news (আজ তক)