• দিল্লি থেকে এল বিজেপির বই! এবার মিসড কলের গেরোয় হুমায়ুন কবীর?
    ২৪ ঘন্টা | ১৯ ডিসেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মিসড কলের গেরো? দিল্লি থেকে এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের কাছে এল বিজেপির বই!  'এখনও বিজেপির কর্মসূচি নিয়ে হোয়াটস অ্যাপ আসে', দাবি খোদ বিধায়কেরই।

    ঘটনাটি ঠিক কী? টার্গেট এক কোটি। বাংলায় সদস্যতা সংগ্রহ কর্মসূচি নিয়ে বিজেপি। একটি নির্দিষ্ট নম্বরে মিসড কল দিলেই মিলবে দলের সদস্যপদ। লক্ষ্যপূরণে রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিভিন্ন বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ করছেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলের অন্যন্য নেতা, বিধায়ক, সাংসদরাও নাকি চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না! দলের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য তো আবার বিয়ের নিয়মন্ত্রণ রক্ষা করতে গিয়ে কনেকেই বিজেপি সদস্য বানিয়ে ফেলেছেন।

    মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন বলেন, 'আমি ২০১৯ সালে ১৭ নভেম্বর বিজেপি ছেড়েছি। আমি সেইসময় বিজেপিতে লোকসভা ভোটে লড়ার আগে, প্রায় ১০ হাজার বিজেপির প্রাথমিক সদস্য, ওই মিসড কল দিয়ে আমি নিজেও হয়েছিলাম'। তাঁর দাবি, 'গতকাল রেজিস্টার্ড পোস্টে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, একশো দিনের কাজে যে পূর্ণতা, সেই বই গতকালে এসেছে। আমি দুটি বই নিয়েছি। এখনও আমাকে ফোনে দিল্লিতে যে সদস্যরা আছে, তাদের যে কোর গ্রুপ, সেই গ্রুপের নম্বরও আমার কাছে আছে। ডিলিট করিনি। এইসব গুলিতে পাই, জানতে পারি'।

    হুমায়ুনের আরও বক্তব্য, '১ কোটি মিসড কল দিয়ে মেম্বার হতে পারে। তাঁরাই যে বিজেপিকে ভোট দেবে, এমন কিছু নয়। অনেক কিছু জল ঢুকেছে, কিছু মানুষ আবেগে এসব মিসড দিয়ে সদস্য়পদ পায়। তাঁরা আবার লক্ষ্মীর ভাণ্ডাপ পাই, বা অন্যন্য মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রকল্পের সুবিধা পায়।  তারা সদস্য থাকে, ভোটের আবার কেউ কংগ্রেসকে ভোট দেয়, কেউ তৃণমূলকে ভোট দেয়। এসব নিয়ে বড় বড় কথা বলে'।

  • Link to this news (২৪ ঘন্টা)