• SSC-র ২৬ হাজার চাকরি বাতিল হবে কি না, আজ জানাবে সুপ্রিম কোর্ট
    এই সময় | ১৯ ডিসেম্বর ২০২৪
  • বৃহস্পতিবার রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি। তালিকার এক নম্বরে রয়েছে এই মামলা। গত বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন শুনানি হয়নি। ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার মামলার শুনানি হবে। সকাল ১১টা নাগাদ মামলাটি উঠতে পারে বলে সূত্রের খবর।

    এর আগে চাকরি বাতিলের মামলাটি শুনেছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হওয়ার পরে মামলাটি প্রথম বার তাঁর এজলাসে উঠেছিল। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, পুরো প্যানেল, না কি কত বেআইনি চাকরি বাতিল হবে তা নিয়ে শুনানি হবে।

    গত ২২ এপ্রিল ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছিল। তার ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল মামলা করে রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও আপিল মামলা করে। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এমতাবস্থায় আজ সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সেই দিকেই সকলের নজর।

  • Link to this news (এই সময়)