• ১৫০ কোটির আম্রুত প্রকল্পে জল সমস্যা মিটবে তিন পুরসভায়
    এই সময় | ১৯ ডিসেম্বর ২০২৪
  • চাঁদকুমার বড়াল, কোচবিহার 

    কোচবিহারের তিন শহরে ১০০ শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে প্রায় ১৫০ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। দিনহাটা, মাথাভাঙা ও তুফানগঞ্জ শহরের সব বাড়িতে আম্রুত–২ প্রকল্পের অধীনে পানীয় জল প্রকল্পের কাজ আগামী সপ্তাহে শুরু হচ্ছে। এর ফলে প্রায় লক্ষাধিক মানুষ উপকৃত হবেন।

    মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটের কোচবিহার জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমন সরকার বলেন, ‘দু’টো ধাপে সমস্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যেই কাজ শুরু করে দেওয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রথম ধাপে প্রায় ৫৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এক বছরের মধ্যে এই কাজ শেষ করা হবে।’

    কোচবিহার জেলার তিন জেলা সদর দিনহাটা, মাথাভাঙা এবং তুফানগঞ্জ শহরে এখনও মান্ধাতার আমলের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল প্রকল্প দিয়ে পরিষেবা চলছে। এর ফলে বহু বাসিন্দা নিত্যদিন জল কষ্টে ভুগছেন। জলের জন্য আন্দোলন করেও শহুরে নাগরিকদের সমস্যার সমাধান হয়নি। অবশেষে পাকাপাকিভাবে তাঁদের সমস্যার সমাধান হতে চলেছে।

    দপ্তর সূত্রে জানা গিয়েছে, দিনহাটা শহরে প্রথম ধাপে ৭২ কিলোমিটার পাইপলাইন বসবে। তার সঙ্গে দু’টো বড় রিজার্ভার তৈরি হবে। খরচ হবে ২৩ কোটি ৪৪ লক্ষ টাকা। মাথাভাঙা শহরে প্রথম ধাপে ৬৫ কিলোমিটার পাইপলাইন বসবে। এছাড়াও অন্য কাজ হবে। খরচ হবে ২০ কোটি ৭৩ লক্ষ টাকা। তুফানগঞ্জ শহরে প্রথম ধাপে ৩০ কিলোমিটার পাইপলাইন বসবে। খরচ হবে ১২ কোটি ১ লক্ষ টাকা। দিনহাটা শহরে ১৬টি ওয়ার্ড রয়েছে। বাসিন্দার সংখ্যা প্রায় ৪২ হাজার। পরিবারের সংখ্যা প্রায় ১২ হাজার। শহরের ১,৮ এবং ১৬ নম্বর ওয়ার্ডে পানীয় জলের বেশ ভালো রকম সমস্যা রয়েছে। বাকি ওয়ার্ডগুলোতেও কমবেশি জল সমস্যায় ভোগেন নাগরিকরা। দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী বলেন, ‘পানীয় জলের কিছুটা সমস্যা রয়েছে। তবে শীঘ্রই এই সমস্যা নতুন প্রকল্পের মাধ্যমে মিটে যাবে।’

    মাথাভাঙা শহরে ওয়ার্ডের সংখ্যা ১২। ৩০ হাজার বাসিন্দা রয়েছেন। ৬ হাজার পরিবার রয়েছে। শহরের সব বাড়িতে এখনও পানীয় জল পৌঁছায়নি। সবচেয়ে বেশি সমস্যা রয়েছে ১,৩,৫ এবং ৯ নম্বর ওয়ার্ডে। পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক পানীয় জলের সমস্যার কথা মেনে নিয়েছেন। তাঁর কথায়, মানসাই এবং সুটুংগা নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতেই সমস্যা বেশি। তুফানগঞ্জ শহরের ওয়ার্ড রয়েছে ১২টি। বাসিন্দার সংখ্যা প্রায় ২৫ হাজার। শহরের ২,৩,৫,৬ নম্বর ওয়ার্ডে পানীয় জলের ব্যাপক সমস্যা রয়েছে।

    পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বর জানিয়েছেন, আম্রুত প্রজেক্টের মাধ্যমে জলের সমস্যা মিটবে।

  • Link to this news (এই সময়)