• রাজ্যের ষষ্ঠ অর্থ কমিশন গঠন, ঠিক কী কাজ করবে? যা জানা জরুরি
    আজ তক | ১৯ ডিসেম্বর ২০২৪
  • রাজ্যের উন্নয়নের রূপরেখা তৈরি করতে ষষ্ঠ অর্থ কমিশন গড়ল সরকার। বুধবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। অর্থ কমিশনে মোট ৫ জন সদস‍্য রয়েছেন। অর্থ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। কমিশনে রয়েছেন প্রাক্তন আইএএস অফিসার অজয় ভট্টাচার্য ও বর্ণালী বিশ্বাস। রয়েছেন প্রাক্তন ডাব্লিউবিসিএস অফিসার আশিসকুমার চক্রবর্তী এবং ব্যাঙ্ক আধিকারিক রুমা মুখোপাধ্যায়।

    পঞ্চায়েতগুলির আর্থিক ও পরিকাঠামোগত উন্নয়নে কী কী করা উচিত, বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নে সরকারি অর্থ কী ভাবে ব্যবহার হবে, সেই সংক্রান্ত সব পরিকল্পনা করবে অর্থ কমিশন। এছাড়াও পঞ্চায়েতের আয় ও কর সংক্রান্ত বিষয়টিও দেখবে কমিশন। পাশাপাশি পুরসভাগুলির আর্থিক অবস্থা খতিয়ে দেখে উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব দেবে এই কমিশন। জানা গিয়েছে, আগামী বছরের ১ এপ্রিল থেকে কাজ শুরু করবে ষষ্ঠ অর্থ কমিশন। ২ মেয়াদে এই কমিশন আগামী ৫ বছরের উন্নয়নের রূপরেখা তৈরি করবে।

    ২০২২ সালের মে মাসে পঞ্চম অর্থ কমিশন গঠন করে রাজ‍্য সরকার। সেই কমিশনের চেয়ারম্যান ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। অভিরূপ ছাড়াও ওই কমিশনে ছিলেন বর্ণালী বিশ্বাস, স্বপন কুমার পাল ও আশিসকুমার চক্রবর্তী। ছিলেন রুমা মুখোপাধ্যায়। বর্ণালী, আশিস এবং রুমা ষষ্ঠ অর্থ কমিশনেও রয়েছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই কমিশন রিপোর্ট জমা দিয়েছিল। আর ২০১৩ সালে চতুর্থ অর্থ কমিশন গঠন করেছিল রাজ্য সরকার । যার নেতৃত্বেও ছিলেন অভিরূপ সরকার। ২০১৬ সালে তাঁরা রিপোর্ট জমা দিয়েছিলেন।
  • Link to this news (আজ তক)