• 'বর্তমান তদন্তে আস্থা নেই, নতুন করে শুরু হোক', হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা-মা
    ২৪ ঘন্টা | ১৯ ডিসেম্বর ২০২৪
  • অর্ণবাংশু নিয়োগী: আরজি কর কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা-মা। নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করার আর্জি আদালতে। তাঁদের দাবি, বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই। তদন্তের নামে সব তথ্য-প্রমাণ লোপাট হয়ে গিয়েছে তাই নতুন করে মেয়ের খুনের তদন্ত চান। মামলার অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মামলায় সিবিআইকে যুক্ত করার নির্দেশ দিল আদালত। 

    নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আরজি করে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা-মার। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই। তাঁদের দাবি, দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। কারণ এই তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। ইতিমধ্যে ট্রায়াল শুরু হয়েছে।সাক্ষ্য গ্রহণ চলছে। এই অবস্থায় এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে। 

    এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে ফের সোমবার বিষয়টি উল্লেখ করার নির্দেশ দেন।

  • Link to this news (২৪ ঘন্টা)