এই সময়: নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)–এর ভূমিকায় ক্ষুব্ধ আদালত। বুধবারও নিয়োগ মামলায় চার্জ গঠন করা গেল না। আদালতের কথায়, ইডি নিজেদের দায়িত্ব পালন করছে না।
আর সেই প্রসঙ্গে উঠে এলো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের কথা। দুর্নীতির মামলায় জড়িয়েছে সেই জামাই কল্যাণময় ভট্টাচার্যের নামও। বুধবার নিম্ন আদালতে চার্জ গঠনের সময়ে অন্য সমস্ত অভিযুক্তদের সঙ্গে কল্যাণময়েরও হাজির হওয়ার কথা ছিল। কিন্তু, তাঁর আইনজীবী আদালতে জানান, কল্যাণময় বিদেশে রয়েছেন। ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন।
বিচার ভবনে ইডির স্পেশাল কোর্টের বিচারক শুভেন্দু সাহাকে বললতে শোনা যায়, ‘ওঁকে (কল্যাণময়) তো জামিন নিতে হবে। সেটা ভার্চুয়ালি কী ভাবে সম্ভব!’ বুধবারের বদলে ২০ জানুয়ারি, শুক্রবার চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য করে বিচারককে কল্যাণময়ের আইনজীবীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনার মক্কেলকে ফ্লাইট ধরে পরশুর মধ্যে চলে আসতে বলুন। নয়তো আদালত যা ব্যবস্থা নেওয়ার নেবে।’
ইডির এই নিয়োগ–মামলায় সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যেই শর্তাধীন জামিন মঞ্জুর হয়েছে পার্থর। সুপ্রিম কোর্ট জানিয়েছে, শীতের ছুটি বা ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারির দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলেই পার্থকে ইডির মামলায় জেল থেকে মুক্তি দিতে হবে। ২০২৫–এর ১ ফেব্রুয়ারির মধ্যে তাঁর জেল-মুক্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তার ফলেই দ্রুত চার্জ গঠনের উপরে জোর দেওয়া হচ্ছে বলে আইনজীবীদের দাবি।
মামলায় তদন্তের ধারাবাহিকতা নিয়েও বুধবার কটাক্ষের সুরে বিচারক শুভেন্দু সাহাকে বলতে শোনা যায়, ‘হস্টেলের ছাত্রের মতো পরীক্ষার দশ মিনিট আগে ঘুম থেকে উঠে জামা পরে, পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না। ইডি নিজেদের দায়িত্ব পালন করছে না। এখনও পর্যন্ত প্রত্যেক অভিযুক্তকে মামলার কপিই দিতে পারেনি ইডি। এই মামলায় অনেকেই জামিন পেয়ে গিয়েছেন। সকলের উপস্থিতি ছাড়া বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। তবে শীতের ছুটি পড়ার আগে ট্রায়াল শুরু করে দেওয়া হবে।’
এ দিন নিম্ন আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়ন শীল। জামিনে মুক্ত অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য ও মানিকের ছেলে–সহ অন্যরা সশরীরে উপস্থিত ছিলেন। মামলায় মোট অভিযুক্ত ৫৪ জন। বাকিরা আদালতে উপস্থিত না–থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারক।