• টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ হল কল্যাণী এক্সপ্রেসওয়েতে
    এই সময় | ১৯ ডিসেম্বর ২০২৪
  • টোটোর দাপটে নাজেহাল অন্যান্য গাড়ির চালকরা। যত্রতত্র টোটো নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে চালকদের বিরুদ্ধে। এ বার ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত এক্সপ্রেসওয়েতে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল ব্যারাকপুর কমিশনারেট। টোটো নিয়ে উঠলে, কড়া শাস্তির মুখে পড়তে হবে চালকদের।

    এই কমিশনারেটের মধ্যে একদিকে রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, অন্য দিকে আছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে। প্রথমটি নিমতা, বিরাটি, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচড়াপাড়া হয়ে কল্যাণী ঢোকার জন্য আদর্শ। কলকাতা থেকে খুব কম সময়ে এই পথে গাড়ি নিয়ে যেতে পারেন যে কেউ। অন্য দিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বিরাটি, দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার জন্য আদর্শ রাস্তা।

    ইতিমধ্যেই কল্যাণী এক্সপ্রেসওয়েকে আরও চওড়া করা হয়েছে, যাতে আরও গতিময় করা যায়। সিংহভাগ কাজ শেষ। কলকাতা থেকে কল্যাণীর দিকে যেতে এই এক্সপ্রেসওয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ইদানিং এই রাস্তাতেও টোটোর দাপট বেড়েছে বলে অভিযোগ।

    অভিযোগ, কোনওরকম নিয়মের তোয়াক্কা না করে যত্রতত্র টোটো চলাচল শুরু হওয়ার ফলে সমস্যায় পড়তে হয় যান চালকদের। দুর্ঘটনার সম্ভাবনাও বারবার তৈরি হয়। দুর্ঘটনার আশঙ্কা কমাতেই এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

    দুই এক্সপ্রেসওয়েতে টোটো দেখলেই তা বাজেয়াপ্ত করা হতে পারে বলেও জানা গিয়েছে। সেই সঙ্গে নির্দিষ্ট ওই টোটো চালকের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। মোড়গুলিতে লাগানো হয়েছে সতর্কতামূলক ব্যানার।

  • Link to this news (এই সময়)