• বাংলাদেশের জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার ২, জাল পাসপোর্ট চক্র নিয়ে সক্রিয় STF
    এই সময় | ১৯ ডিসেম্বর ২০২৪
  • জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আব্বাস শেখ ও মনিরুল ইসলাম। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকা থেকে রাজ্য পুলিশের সহযোগিতায় ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত দু’জনেই পাসপোর্ট জাল চক্রের সঙ্গে যুক্ত বলেও জানা গিয়েছে। 

    এসটিএফ সূত্রের দাবি, ধৃতদের সঙ্গে জঙ্গি যোগের সম্ভাবনাও রয়েছে। দু’জনেই বাংদেশের এক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। ধৃতদের কাছ থেকে ৪টি মোবাইল এবং একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্বাস আলির বাড়ি হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকায়। মিনারুল হরিহরপাড়া থানার বহরাণ এলাকায় থাকে। স্থানীয় বাসিন্দারা আব্বাসকে ‘মৌলবী’ হিসাবেই মানতেন। হরিহরপাড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনে জাল পাসপোর্ট চক্রের সঙ্গেও দীর্ঘদিন জড়িত ছিল। বুধবার রাত তিনটে নাগাদ আসাম পুলিশের টাস্ক ফোর্স হরিহরপাড়া থানায় আসে। হরিহরপাড়া পুলিশের সহযোগিতায় দু’জনকে গ্রেপ্তার করে ভোরেই আসাম নিয়ে যাওয়া হয়েছে।

    স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এরা আগেও সাত বছর ধরে জেল খেটেছিল বলে জানতাম। জেল থেকে বের হওয়ার পরেও দুষ্কৃতীমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে। আমরা জানতাম না। আজ পুলিশ এসে তুলে নিয়ে গিয়েছে।’

  • Link to this news (এই সময়)