• গায়ে আগুন ধরিয়ে দম্পতিকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত...
    আজকাল | ১৯ ডিসেম্বর ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: সোশাল মিডিয়ায় অসম্মানজনক পোস্ট। আর সেই পোস্টকে নিয়ে কথা বলতে গিয়েই বিপত্তি। পোস্ট নিয়ে অভিযুক্ত আসিফ হোসেন মোল্লার সঙ্গে কথা বলতে গেছিলেন দম্পতি। অভিযোগ তখনই দম্পতির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পাণ্ডুয়া থানার অন্তর্গত সারদা পল্লি এলাকায়।

    দম্পতিকে গায়ে আগুন ধরিয়ে প্রাণে মেরে ফেলবার চেষ্টার অভিযোগে ওই এলাকা থেকেই অভিযুক্ত আসিফকে গ্রেপ্তার করেছে পাণ্ডুয়া থানার পুলিশ। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন পান্ডুয়ার ক্ষীরকুন্ডির বাসিন্দা অলক হাজরা এবং তাঁর স্ত্রী মৌসুমী হাজরা। দুজনই বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, ক্ষীরকুন্ডি গ্রামের তারক চন্দ্র হাজরা নামে এক ব্যক্তি বুধবার পান্ডুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার অভিযোগ পান্ডুয়ার কলিশন্ডার বাসিন্দা আসিফ হোসেন মোল্লা বেশ কিছুদিন ধরেই তারক বাবুর ভাইপো অলক হাজরার বিরুদ্ধে সমাজ মাধ্যমে নানান অসম্মানজনক পোস্ট করেছে। আসিফের সঙ্গে অলকের পুরনো ব্যবসায়িক যোগাযোগ ছিল বলেও জানান তিনি।

    বর্তমানে আসিফের সমাজ মাধ্যমে করা অলকের বিরুদ্ধে অসম্মানজনক পোস্টগুলি নিয়ে বুধবার কলিসান্ডায় আসিফের বাড়িতে গিয়ে পৌঁছায় অলক ও তার স্ত্রী মৌসুমী হাজরা এবং বেশ কয়েকজন। সেই সময় আসিফকে বাড়ি থেকে ডেকে সমাজ মাধ্যমে করা পোস্টগুলিকে ডিলিট করে দিতে বলে অলক-মৌসুমীরা। সেই নিয়ে তাদের মধ্যে বচসা বাধে। তখন আসিফ ওই দম্পতিকে প্রকাশ্যেই আরও অপমান করে। সহ্য করতে না পেরে অলোক সেখানে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করে। সে নিজের গায়ে এবং তার স্ত্রী মৌসুমীর গায়ে পেট্রোল ঢেলে নেয়।

    অভিযোগ, সেই সময়ই আসিফ তাদের গায়ে আগুন ধরিয়ে দেয়। গুরুতরভাবে আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পান্ডুয়া হাসপাতালে ও পরে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই অলকের কাকা তারক চন্দ্র হাজরা পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই রাতেই অভিযুক্ত আসিফ হোসেন মোল্লাকে পান্ডুয়ার সারদাপল্লী সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করছে পুলিশ।
  • Link to this news (আজকাল)