মিল্টন সেন, হুগলি: পাচার হওয়ার আগেই নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ রেশনের চাল। ৪০০ পাটের বস্তা ভর্তি চাল সহ আটক একটি ট্রাক। গ্রেপ্তার করা হয়েছে চালক ও খালাসিকে।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, ধনিয়াখালি থানার ভান্ডারহাটি এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালের বস্তায় রেশনের সামগ্রী ছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, চাল ভর্তি বস্তাগুলি কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। গতকাল রাতে ভান্ডারহাটির ফিডারোডে বিশেষ নাকা চেকিং চালানোর সময় একটি দশ চাকার ট্রাক আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪০০টি পাটের বস্তা ভর্তি চাল উদ্ধার হয়। চালের বস্তাগুলি রেশনের চাল বলে অনুমান করছে পুলিশ। কারণ বস্তার গায়ে পশ্চিমবঙ্গ সরকারের ফুড এন্ড সাপ্লায়ার বিভাগের নাম ও স্ট্যাম্প প্রিন্ট করা আছে।
চালগুলো কোথায় যাচ্ছিল এবং কোথা থেকে আনা হচ্ছিল তার যথাযথ উত্তর দিতে না পারায় চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সঞ্জয় দুলে এবং কার্তিক দুলে। দু'জনেই বাঁকুড়া জেলার বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতে চেয়ে চুঁচুড়া আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আটক করা চাল কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল তা বের করা হবে। এছাড়াও অন্য কেউ এই চাল পাচারের সঙ্গে যুক্ত কিনা, তাও খতিয়ে দেখা হবে। ছবি: পার্থ রাহা