• চলতি মাসেই শান্তিনিকেতনে পৌষ মেলা, নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের 
    আজকাল | ১৯ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাঁচ বছর পর শান্তিনিকেতনে পৌষ মেলা। যা ঘিরে তুঙ্গে উৎসাহ। ২০১৯ সালের পর এই প্রথম বিশ্বভারতী নিজের উদ্যোগে এই মেলার আয়োজন করছে। আগামী ২৩ ডিসেম্বর শুরু হতে চলেছে এই মেলা। গত বছর জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছিল। কিন্তু এবারের আয়োজন বিশ্বভারতীর নেতৃত্বে হওয়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উৎসাহী ব্যবসায়ীরাও। 

    রাজ্যের মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, 'মেলা শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এই মেলা শেষ হলেই বোলপুর বিশ্ব বাংলা ক্ষুদ্র বাজারে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে শুরু হবে হস্ত শিল্প মেলা। যা ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।' 

    তবে মেলায় স্টল বুকিং অনলাইনে হওয়ায় তা বরাদ্দ করতে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে বলে ব্যবসায়ীদের একটি সূত্র জানিয়েছে। এবিষয়ে ওই সূত্রটি জানায়, প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য এই বিলম্ব হচ্ছে। এবারের মেলায় সবচেয়ে বেশি যে দিকটির বিষয়ে খেয়াল রাখা হচ্ছে সেটা হল নিরাপত্তা। এই বিষয়টি জোরদারে জেলা প্রশাসন ও পুলিশের তরফে মেলার জন্য সিসি ক্যামেরা বসানো ছাড়াও বিশেষ টিম গড়ছে। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মেলায় আগত দর্শকদের যাতে সমস্যা না হয় সেকারণে মাঠের জন্য একটি ম্যাপ ও গাইডলাইন তৈরি করা হয়েছে। পথ নির্দেশের ক্ষেত্রে যেটা খুবই কাজে লাগবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। 

    তবে পৌষ মেলা শুধু ব্যবসার ক্ষেত্রে নয়। মেলাকে ঘিরে যে উৎসব হয় তা সংস্কৃতি, ঐতিহ্য এবং আবেগের মিলনক্ষেত্র। স্থানীয় মানুষ থেকে পর্যটক, সকলেই এই মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
  • Link to this news (আজকাল)