• কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে 'হরফ', প্রদর্শিত হবে প্রথম বাংলা বই ছাপাতে ব্যবহৃত ২৫০ বছরের পুরনো কাঠের ব্লক 
    আজকাল | ১৯ ডিসেম্বর ২০২৪
  • তীর্থঙ্কর দাস: পঞ্চানন কর্মকারকে বলা হয় বাঙালি টাইপোগ্রাফির জনক। ১৮০৪ সালে প্রয়াত হন তিনি। তিনিই প্রথম বাঙালি টাইপ ফেস তৈরি করেছিলেন। জানুয়ারি মাসে ২৫০ বছর পুরনো হাতে খোদাই করা এই কাঠের ব্লকের প্রদর্শনী হতে চলেছে শহরে। 

    ২৫০ বছর আগে প্রথম বাঙালি পত্রিকা 'সমাচার দর্পণ' এবং প্রথম বাংলা বই ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডের 'দ্যা গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' ছাপা হয়েছিল এই কাঠের ব্লক ব্যবহার করে। 

    পঞ্চানন কর্মকার ৪০টির বেশি টাইপফেস তৈরি করেছিলেন। বাংলা ভাষা ছাড়াও সেই টাইপ ফেসগুলির মধ্যে ছিল অ্যারাবিক, পার্সিয়ান বার্মিজ এবং চাইনিজ টাইপফেস। 

     পঞ্চানন কর্মকারের নাতনি প্রিয়াঙ্কা মল্লিক  প্রদর্শনীটির দায়িত্ব নিয়েছেন। প্রদর্শনীতে থাকবে ব্যবহৃত হওয়া ২৫০ বছর আগের মূল কাঠের ব্লকগুলি, বাঙালি টাইপফেস, মুদ্রণ যন্ত্রপাতি এবং প্রথম বাঙালি বই ও পত্রিকার কপি। 

    প্রাক মুদ্রণ যুগের হাতে লেখা কাগজ থেকে শুরু করে খেজুর পাতার উপরে লেখার মতো প্রাক ঐতিহাসিক সরঞ্জাম রাখা থাকবে এই প্রদর্শনীতে। 

    প্রিয়াঙ্কা মল্লিক জানিয়েছেন, বাংলার ভুলে যাওয়া নায়কদের তালিকায় রয়েছেন পঞ্চানন কর্মকার। তিনি একসময় টাইপোগ্রাফি এবং মুদ্রণ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রদর্শনীর মাধ্যমে তাঁর অবদান মানুষের কাছে তুলে ধরাই আসল লক্ষ্য। তিনি আরও বলেন, পঞ্চানন কর্মকার ভারতীয় ভাষা, শিল্প, সাহিত্য অবদান রেখেছেন এবং গোটা বিশ্ব তাঁকে চেনে।
  • Link to this news (আজকাল)