• ডেলিভারি দিতে এসে নাবালিকার শ্লীলতাহানি, শ্রীরামপুরে গ্রেপ্তার এক
    দৈনিক স্টেটসম্যান | ১৯ ডিসেম্বর ২০২৪
  • নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক ডেলিভারি বয়কে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। অভিযোগ, অনলাইনে বুক করা জিনিস ডেলিভারি দিতে গিয়ে এক নাবালিকার শ্লীলতাহানি করেন অভিযুক্ত যুবক। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

    কল্যাণ সোশাল মিডিয়ায় লিখেছেন, আপনার সন্তান একা থাকলে বাড়িতে কোনও ডেলিভারি কর্মীকে আসার অনুমতি দেবেন না। আমি সকলকে অনুরোধ করছি। সম্প্রতি, আমি শ্রীরামপুর এলাকায় একটি উদ্বেগজনক ঘটনার বিষয়ে অবগত হয়েছি, যেখানে একজন ডেলিভারি বয় একটি বাড়িতে প্রবেশ করে এবং বাড়িতে একা থাকা এক নাবালিকাকে লাঞ্ছিত করার চেষ্টা করে। সৌভাগ্যবশত, শ্রীরামপুর থানা দ্রুত কাজ করেছে, ওই ব্যক্তিকে শনাক্ত করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে। দয়া করে সতর্ক থাকুন এবং আপনার বাচ্চাদের সুরক্ষিত রাখতে সতর্কতা অবলম্বন করুন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইনে অর্ডার দেওয়া জিনিস সরবরাহ করতে ওই নাবালিকার বাড়িতে যায় ডেলিভারি বয়। প্রথমেই ওটিপি চায় অভিযুক্ত। এরপর নাবালিকা জানায়, সে বাড়িতে একা। মা এখন বাড়িতে নেই। তাই এখন ওটিপি দেওয়া সম্ভব নয়। সুযোগ বুঝে নাবালিকার কম্পিউটারের কাছে পৌঁছয় ওই যুবক।

    অভিযোগ, ঘরে ঢুকেই নাবালিকার শ্লীলতাহানি করে অভিযুক্ত যুবক। একই সঙ্গে সে নাবালিকাকে হুমকি দেয়, ঘটনার কথা কাউকে জানালে ফল খারাপ হবে। এরপর পরিবারকে গোটা ঘটনার কথা জানায় ওই কিশোরী। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পকসো আইনে মামলার রুজু করে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)