বিধান সরকার: অনলাইন বুক করা সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ,শ্রীরামপুরে গ্রেফতার ডেলিভারি বয়। উদ্বেগ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সমাজমাধ্যমে মানুষকে সতর্ক করে বার্তা সংসদের। পুলিস সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরে পরিবার অনলাইন বিপনী থেকে সামগ্রী অর্ডার করে। বুধবার সামগ্রী ডেলিভারি দিতে যায় এক যুবক। সে সময় বাড়িতে নাবালিকা একাই ছিল।
ডেলিভারি বয় ওটিপি চাওয়ায় নাবালিকা জানায়, তার মা বাড়িতে নেই সে ওটিপি দিতে পারবে না। ডেলিভারি বয় তাকে জানায়, কম্পিউটার খুলে দেখতে মেলে ওটিপি পাঠানো হয়েছে। নাবালিকা মেইল চেক করতে গেলে ডেলিভারি বয় ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নাবালিকাকে হুমকিও দেয় কাউকে বলে দিলে রাস্তায় তাকে দেখে নেবে। যদিও নাবালিকা ভয় না পেয়ে তার মাকে ফোন করে ঘটনার কথা জানায়।
অনলাইন বিপণিতে অভিযোগ করতে বলে। এরপর শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। থানার পুলিস তদন্তে নেমে ওই সংস্থার থেকে যুবকের পরিচয় পায়। রাতেই তাকে গ্রেফতার করে পকসো আইনে মামলার রুজু করে আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। ঘটনা জানতে পেরে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে মানুষকে সতর্ক করেন এবং সমাজ মাধ্যমে পোস্ট করেন।
তিনি লেখেন, আপনার সন্তান একা থাকলে আপনার বাড়িতে কোনও ডেলিভারি কর্মীদের অনুমতি না দেওয়া নিশ্চিত করার জন্য আমি সকলকে অনুরোধ করছি। সম্প্রতি, আমি শ্রীরামপুর এলাকায় একটি উদ্বেগজনক ঘটনার বিষয়ে অবগত হয়েছি, যেখানে একজন ডেলিভারি বয় একটি বাড়িতে প্রবেশ করে এবং বাড়িতে একা থাকা এক তরুণীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল।
সৌভাগ্যবশত, শ্রীরামপুর থানা দ্রুত কাজ করেছে। ব্যক্তিকে শনাক্ত করেছে এবং তাকে গ্রেফতার করেছে, যেমন আমি অনুরোধ করেছি। দয়া করে সতর্ক থাকুন এবং আপনার বাচ্চাদের সুরক্ষিত রাখতে প্রতিটি সতর্কতা অবলম্বন করুন।