• ধানজমিতে নামার সময়ে উল্টে গেল ট্রাক্টর! চাপা পড়ে মৃত্যু তিন যুবকের...
    ২৪ ঘন্টা | ১৯ ডিসেম্বর ২০২৪
  • বিধান সরকার: হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। চালক-সহ তিনজনেই ট্রাকের নীচে চাপা পড়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

    হুগলির পান্ডুয়ার ঘটনা। স্থানীয় ও পুলিসসূত্রে জানা গিয়েছে, জামনার পীরা গ্রাম থেকে মূলগ্রামের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। সেই সময়ে ট্রাকের ইঞ্জিনের উপর বসেছিলেন অঞ্জন হেমব্রম, বিশ্বজিৎ বাস্কে ও উত্তম হাঁসদা। প্রত্যেকেরই বয়স ২৮ থেকে ৩০-এর মধ্যে। পীরা গ্রামেই বাড়ি তিন যুবকের। মূলগ্রামে যাওয়ার পথে মাঠে নামার সময় হঠাৎই উল্টে যায় ট্রাক্টরট্রি।

    ট্রাক চালাচ্ছিলেন অঞ্জন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে গেলে চালক-সহ তিনজনেই ট্রাক্টরটির নীচে চাপা পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তিনজনকেই সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার পুলিস। ট্রাক্টরটি উদ্ধার করা হয়। মৃত তিনজনের দেহ থানায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, পরে সেখান থেকে ইমামবাড়া জেলা হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

    স্থানীয় বাসিন্দা শিবনাথ সরেন বলেন, পীরা গ্রাম থেকে ওঁরা ধান আনতে যাচ্ছিলেন মাঠে। মূলগ্রামের ব্রিজ হয়ে নামার সময়ে ট্রাক্টর উল্টে চাপা পড়ে যান ওই তিনজন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

  • Link to this news (২৪ ঘন্টা)