জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর বেশি দেরি নেই। সামনেই বড়দিন। প্রতিবারের মতো এবার পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করলেন মুখ্য়মন্ত্রী। বললেন, '২৫ ডিসেম্বর জাতীয় ছুটির দিন ছিল। কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছে। আমি কখনই এসব করি না। আমাদের রাজ্যে ছুটি আছে। আমরা চাই, সবাই এই দিনটায় আনন্দ করুক। চার্চে যাক, প্রার্থনার করুক। আমিও ২৪ ডিসেম্বর মধ্যরাতে প্রার্থনার যোগ দিই এবং নিজেকে ভাগ্যবতী মনে করি'।
পার্কস্ট্রিটে শুরু হয়ে গেল কলকাতা ক্রিসমাস উত্সব। মুখ্যমন্ত্রী বলেন, 'আজ উদ্বোধন করলাম। ক্রিসমাস ফেস্টিভ্যাল চলবে ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর। ২৪ ও ২৫ তারিখে এই দুটো দিন এখানে গাড়িঘোড়া চলবে না। হাঁটা আর ভালো খাওয়াদাওয়া। অন্যন্য়দিন নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনেক শিল্পী আসবে, গান গাইবে। কারণ, কলকাতা দেশের সাংস্কৃতিক রাজধানী'। সঙ্গে বার্তা, ক্রিসমাস মানে ভালোবাসা। ক্রিসমাস মানে আনন্দ। ক্রিসমাস মানে শান্তি। ক্রিসমান মানে ঐক্য'।
আগে হত না। রাজ্যের পালাবদলের পরেই পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে প্রতিবছর এই ক্রিসমাস উত্সব আয়োজন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, আমি এই অনুষ্ঠানটি শুরু করেছি। এটা সাধারণ মানুষেরই কৃতিত্ব। আমরা সব ধর্ম, সব উত্সবকে ভালোবাসি। সবধর্ম, সবধর্ম, সববর্ণকে নিয়ে করি। সব জেলায় এখন উদযাপন হচ্ছে। আমি কলকাতা কত রাস্তায় দেখেছি। দারুণ একটা উত্সবের মতো হয়ে গিয়েছে'।