জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা চলমান তদন্তে অসন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে সিবিআই-এর উপর অবিশ্বাসের কথাও জানান। তাই নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এদিন নতুন মামলা প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, আপনারা সাক্ষ্য গ্রহণ সন্তুষ্ট নন? তবে বিচার প্রক্রিয়া আটকানো যাবে না।
বিচারপতি আরও বলেন, সুপ্রিম কোর্ট তদন্তের অগ্রগতি দেখছে। আমি দেখব ভিক্টিমের বাবা-মা যা বলছেন সেটা নিয়ে কি তদন্তের অগ্রগতি কি! চার্জশিট জমা দেওয়ার পর তদন্ত কি হয়েছে? আরও কাউকে তদন্তের স্বার্থে প্রয়োজন কিনা সেটা জানাবে সিবিআই। ২৪ ডিসেম্বর পরবর্তী শুনানি। সিবিআই জানায়, আমাদের অগ্রগতি জমা দিতে সমস্যা নেই। সুপ্রিম কোর্টে ১৭ মার্চ শুনানি।
তবে পরিবারের বক্তব্য, কোনও বিশেষ সাক্ষী নিয়ে নয়। পুরো প্রক্রিয়া নিয়ে আমাদের বক্তব্য আছে। আমার বলছি যে জায়গা গুলি তদন্ত হয়নি সেটা নিয়ে তদন্ত করা হোক। তাঁদের দাবি, দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। কারণ এই তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। ইতিমধ্যে ট্রায়াল শুরু হয়েছে।সাক্ষ্য গ্রহণ চলছে। এই অবস্থায় এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে।