• ৪ সংস্থা থেকে কোটি টাকা লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে- বলছে Report
    হিন্দুস্তান টাইমস | ১৯ ডিসেম্বর ২০২৪
  • নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জশিটে ফের একবার উঠে এল লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা ঘিরে তথ্য। ‘আনন্দবাজার অনলাইন’র এক রিপোর্টে দাবি করা হয়েছে, একটি সাইকেল সংস্থা সহ ৪ সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এসে জমা হয়েছে বলে ইডির চার্জশিটে উঠে এসেছে। জানা যাচ্ছে, যে সমস্ত সংস্থা থেকে এই টাকা এসেছে, সেখানে সেই সংস্থাগুলির সঙ্গে ইলেকট্রিক কেটলি, চশমা, কার্ডের ব্যবসা হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের, বলে দাবি করছে 'ইনভয়েস'। তবে ইডির দাবি, ব্যবসা দেখাতে শুধু কাগজই ব্যবহার করা হয়েছে, আদতে কোনও কেনা বেচাই দুপক্ষের মধ্যে হয়নি।

    বহুদিন আগেই রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে ইডির লেন্সের তলায় আসে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা। রিপোর্ট বলছে, নিয়োগ দুর্নীতি মামলায় তাদের পঞ্চম অতিরিক্ত চার্জশিটে ইডি ওই সংস্থাকে ‘অভিযুক্ত’ হিসাবে তুলে ধরেছে। এর আগে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় ডিরেক্টর পদে এককালে থাকলেও ২০১৪ সালে ভোটে দাঁড়ানোর সময়, তিনি পদ থেকে সরে যান। এদিকে, ইডির চার্জশিট দাবি করছে , বেশ কিছু সংস্থা থেকে লিপস অ্যান্ড বাউন্ডসে প্রচুর টাকা ঢুকেছে। ইডির অনুমান, এই সংস্থাগুলির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের কোনও বিক্রিবাটা বা কেনা কিছুই হয়নি, যা রয়েছে তা শুধু 'কাগুজে'। কোন সংস্থা থেকে লিপস অ্যান্ড বাউন্ডসে কত টাকা পড়েছে তারও খতিয়ান রয়েছে ইডির চার্জশিটে। 

    এদিকে, লিপস অ্যান্ড বাউন্ডস ঘিরে ইডির স্ক্যানার গভীর হতেই, কেন্দ্রীয় সংস্থার নজর গিয়ে পড়ে ‘লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড’এও। সংস্থার দফতরে চালানো হয় তল্লাশি। কিছু নথি হাতে পান তদন্তকারী অফিসাররা, সেই সূত্রেই ইডি মনে করছে, কোনও ব্যবসাই সংস্থা দুটির মধ্যে হয়নি। রিপোর্ট বলছে, ইডির দাবি, 'ইনভয়েস' এ স্রেফ দেখানো হয়েছে ব্যবসা হয়েছে, তবে আসলে তা সত্যি নয়। ‘ভুয়ো’ ব্যবসার ‘ইনভয়েস’ তৈরি করা হয়েছে, বলে ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, অভিষেককে তলবের নেপথ্যে রয়েছে এই লিপস অ্যান্ড বাউন্ডসের নাম উঠে আসার ঘটনা। সংস্থার অন্যতম ডিরেক্টর ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র। পরে তিনি সংস্থার সিওও-র হন। তখন সংস্থার ডিরেক্টরের পদ ছেড়ে দিয়েছিলেন তিনি। এখন নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে হেফাজতে নিয়েছে সিবিআই। এদিকে, পঞ্চম অতিরিক্ত চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্ডস ছাড়াও লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেডে-রও নাম রয়েছে বলে ওই সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)