• ‘হেলমেট নেই কেন?’, পুলিশ আটকাতেই নেমে দৌড় দুই বাইক আরোহীর, তার পর…
    এই সময় | ১৯ ডিসেম্বর ২০২৪
  • ট্রাফিক আইন মেনে চলাটা বাধ্যতামূলক প্রতিটি নাগরিকের জন্যেই। আইন অমান্য করলেই জরিমানা দিতে হয় সকলকেই। ট্রাফিক আইন লঙ্ঘনের তালিকায় শীর্ষেই থাকে হেলমেট না পরার বিষয়টিও। সেই হেলমেট না পরাটাই কাল হলো দুই চোরের। হেলমেট না পরেই চুরি করা বাইক নিয়ে যেতে গিয়ে পুলিশের মুখোমুখি গুণধরেরা। বরাত জোরে পালিয়ে বাঁচে দু’জনেই। চুরি যাওয়া বাইকটি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবারের ঘটনায় শোরগোল শিলিগুড়িতে। 

    শিলিগুড়ির আশিঘর ফাঁড়ির নিরঞ্জন নগরের বাসিন্দা আনন্দ দাসের ছেলে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বছর দেড়েক আগে ছেলেকে কাজের সুবিধার জন্যে তিনি মোটর বাইক কিনে দিয়েছিলেন। কর্মসূত্রে সেই বাইক নিয়েই বুধবার বিকেলে শিলিগুড়ির সুভাষপল্লি এলাকায় গিয়েছিলেন আনন্দর ছেলে। একটি আবাসনের নিচে ফ্ল্যাট রেখে উপরে যান তিনি। একটু বাদেই ফিরে এসে দেখেন বাইক উধাও। অনেক খোঁজ করেও বাইকের খোঁজ না মেলায় শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ দেখার কাজ শুরু করে পুলিশ।

    এরই মাঝে বৃহস্পতিবার সকালে মাল্লাগুড়ি পুলিশ লাইনের মোড়ে একটি নীল রঙের বাইকে দুই যুবককে যেতে দেখেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা। বাইক চালক এবং আরোহী কারও মাথাতেই হেলমেট ছিল না। হেলমেট না থাকায় চালককে দাঁড় করায় পুলিশ। হেলমেট কেন পরেননি জানতে চায় পুলিশ। অভিযুক্তরা মনে মনে ভেবেই নিয়েছিলেন, ‘যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়।’

    পুলিশ দেখেই বাইক ফেলে ছুট লাগায় ওই দুই আরোহী। প্রাথমিকভাবে ট্রাফিক পুলিশ কর্মী বিষয়টি বুঝতে পারেননি। বাইকের বিষয়ে অনলাইনে তথ্য ঘেঁটে মালিকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি গাড়ির মালিক আনন্দ দাস। তাঁর বক্তব্য, ‘আমি ভাবিনি এ ভাবে চুরি যাওয়া বাইক ফিরে পাব। কালকে বাইক চুরি হয়ে গিয়েছিল। আজ পেয়ে গেলাম।’

    ওই দুই চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ। শহরের সমস্ত থানা এবং  ট্রাফিক গার্ডকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন থানার কন্ট্রোল রুমের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। শিলিগুড়ি পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুরের বক্তব্য, 'অভিযুক্তদের খোঁজে শহর জুড়ে তল্লাশি শুরু হয়েছে।’

  • Link to this news (এই সময়)