• নদীতে ঝিনুক কুড়োতে নেমেছিল তিন ভাই-বোন, মর্মান্তিক ঘটনা মাথাভাঙায়
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৪
  • নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে প্রাণ গেল দিদি ও দুই ভাইয়ের। মর্মান্তিক ঘটনা মাথাভাঙা থানার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের হাসানের ঘাট এলাকায়। মৃতদের নাম সুস্মিতা অধিকারীর (১৪) ও তার ভাই আকাশ অধিকারী (১১) এবং মামাতো ভাই অঙ্কুশ বর্মন (১২)। নদীতে নেমে গভীর জলে চলে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। 

    জানা গিয়েছে, মাথাভাঙার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের নগর গোপালগঞ্জ এলাকায় মামার বাড়িতে ঘুরতে গিয়েছিল সুস্মিতা ও আকাশ। দু’জনে শীতলখুচির কৈমারি এলাকার বাসিন্দা। এই সপ্তাহেই বাড়িতে ফেরার কথা ছিল তাদের। বৃহস্পতিবার ধরলা নদীতে ঝিনুক কুড়োতে নামে তিন সুস্মিতা, আকাশ ও অঙ্কুশ। তিনজনেই নদীর জলে তলিয়ে যায়। 

    প্রায় ঘণ্টা দুয়েক কেটে গেলেও তারা বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করে পরিবারের লোকজন। আশেপাশে খোঁজ করতে করতে হাসানের ঘাট নদীর পাড়ে আসেন পরিবারের সদস্যরা। সেখানেই তিন জনের দেহ ভেসে আসতে দেখা যায়। তিন ভাই-বোনের দেহেই প্রাণ ছিল না। 

    মৃতদের মামা অনুকুল বর্মন বলেন, ‘বাড়ির কাউকে না জানিয়েই ওরা নদীতে চলে গিয়েছিল। বাড়ি থেকে মানা করা হয়েছিল নদীতে না নামার জন্য।’ ঘটনায় কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অনিমেষ রায় বলেন, ‘গভীর জলে চলে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। শুক্রবার প্রত্যেকের দেহের ময়নাতদন্ত হবে৷ তিন ভাই-বোনের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া।

  • Link to this news (এই সময়)