• 'আম্বেদকরকে নিয়ে মন্তব্যে আমি স্তম্ভিত', ক্রিসমাস উৎসবের উদ্বোধনের মঞ্চ থেকে বলেন মমতা...
    আজকাল | ২০ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শহরে ক্রিসমাস উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনা করেন মমতা।  আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। উদ্বোধনী মঞ্চ থেকেই আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি বলেন, 'আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তাতে আমি স্তম্ভিত।'

    বৃহস্পতিবার শহরে ক্রিসমাস কার্নিভালের পাশাপাশি রাজ্যের আরও ১৪টি চার্চে ক্রিসমাস উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, উদ্বোধন করেলেন দার্জিলিং মেলো টি ফেস্টেরও। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। অ্যালেন পার্কের মঞ্চ থেকে মমতা বলেন, ''ক্রিসমাস মানে ভালোবাসা, আনন্দ, শান্তি, ঐক্য। আমরা সব ধর্ম, সব উৎসবকে ভালোবাসি। এই উৎসব এখন  রাজ্যের সব জেলায় পালিত হয়। ২৪ ও ২৫ ডিসেম্বর এখানে (পার্ক স্ট্রিট) গাড়ি চলবে না।‌ শুধু হাঁটা পথ থাকবে। রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে।''

    উদ্বোধনী মঞ্চ থেকে আম্বেদকর প্রসঙ্গে মমতা বলেন, ''বাবাসাহেব অম্বেডকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা শুনে আমি স্তম্ভিত!'' এর পরেই কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগে বড়দিন জাতীয় ছুটি হিসাবে গণ্য করত। বর্তমান কেন্দ্রীয় সরকার তা বাতিল করেছে। তিনি বলেন, ''আমরা কিন্তু বাতিল করিনি। আমরা ছুটি দিয়েছি।  আমি নিজেও চার্চে যাই।'' 

    গত মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যসভায় সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ''এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর... এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।'' সেই মন্তব্য নিয়ে বুধবার থেকে দিল্লির রাজনীতিতে তুলকালাম। সরব কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দল। 
  • Link to this news (আজকাল)