আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে জলে ডুবে মৃত্যু হল তিন ভাইবোনের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গার জোরপাটকি গ্রামের হাসানের ঘাট এলাকায়। মৃতেরা সকলেই নাবালক ও নাবালিকা। ঝিনুক কুড়িয়ে নদীতে স্নান করতে নেমে তারা তলিয়ে যায় বলে জানা গিয়েছে। দেহগুলি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নগর গোপালগঞ্জে মামা অনুকূল বর্মণের বাড়ি ঘুরতে আসে দুই ভাইবোন সুস্মিতা ও আকাশ অধিকারী। বৃহস্পতিবার মামাতো ভাই অঙ্কুর বর্মণের সঙ্গে তারা যায় স্থানীয় ধরলা নদীতে। সেখানে নদীর আশপাশে তারা কিছুক্ষণ ঝিনুক কুড়ায়। এরপর সকলেই নদীতে স্নান করতে নামে। কিছুক্ষণ পরেই হঠাৎ নদীর ধার থেকে এক মহিলা লক্ষ্য করেন তারা ডুবে যাচ্ছে। তিনি চেঁচিয়ে উঠলে উদ্ধারের জন্য লোকজন ছুটে এলেও শেষরক্ষা হয়নি। জলে ডুবে যায় তারা।
খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা বজলে মিঞা জানিয়েছেন, গরুকে জল খাওয়াতে তিনি নদীতে এসেছিলেন। সেইসময় এক মহিলা চিৎকার করে ওঠেন বাচ্চা জলে ডুবে যাচ্ছে। প্রথমে একটি বাচ্চা ও পরে আরও দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।