ঝলমলে শ্রীরামপুর-চন্দননগর-ব্য়ান্ডেল, চলবে প্রমোদতরী, বড়দিনের সূচনা মুখ্যমন্ত্রীর...
আজকাল | ২০ ডিসেম্বর ২০২৪
মিলটন সেন: আগাম বড়দিনের সূচনা করলেন রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি। উৎসবের দিনে প্রমোদতরী চলবে শ্রীরামপুর থেকে ব্যান্ডেল। বৃহস্পতিবার কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান থেকে হুগলির ব্যান্ডেল চার্চ, চন্দননগর চার্চ, শ্রীরামপুরের সেন্ট ওলাব চার্চে উৎসবের সূচনা করেন মুখ্য মন্ত্রী। একইসঙ্গে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার ১৪ টি চার্চের আগাম বড়দিন উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার হুগলির ব্যান্ডেল চার্চে উৎসবের ভার্চুয়াল উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন ব্যান্ডেল চার্চের ফাদার পি এ জন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক স্মিতা স্যানাল শুক্লা, চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, সপ্তগ্রাম, চুঁচুড়া ও ধনিয়াখালির বিধায়ক, হুগলি চুঁচুড়া ও বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিন ব্যান্ডেল চার্চের ফাদার বড়দিন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা থেকে উৎসবের পারম্ভিক সূচনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে বিগত বছর গুলিতে বিভিন্ন জায়গায় চার্চে বড়দিন উপলক্ষে সুসজ্জিত আলোর ব্যবস্থা করে থাকেন সেই পরম্পরা এবারও বজায় রয়েছে। এতে খুশি ফাদার। সকলের উদ্দেশ্যে এদিন ফাদার পি এ জন জানিয়েছেন, বিগত বছরের মতো এই বছরও আগামী ২৫ ডিসেম্বর এবং ১ জানুয়ারি দর্শনার্থীদের জন্য ব্যান্ডেল চার্চ সম্পূর্ণ বন্ধ থাকবে। কিন্তু খ্রিস্টীয় ধর্মাবলম্বী মানুষদের প্রার্থনার জন্য ওই দু'দিন খোলা থাকবে চার্চ। সাধারনের জন্য আবার ২৬ তারিখ থেকে পুনরায় চার্চ খুলে দেওয়া হবে।
এদিকে শ্রীরামপুর পুরসভার উদ্যোগে রাজ্য পর্যটন দপ্তরের সহযোগীতায় শ্রীরামপুর হেরিটেজ এন্ড টুরিজম ফেস্টিভ্যাল এর তত্ত্বাবধানে ক্রিসমাস একেবারে অন্য রকম হতে চলেছে শ্রীরামপুরে। একদা ডেনিসদের কলোনি শ্রীরামপুর। গঙ্গার পশ্চিম পারে ডেনিসদের বহু স্থাপত্য সেই ইতিহাস আজও বহন করে। রয়েছে, ডেনিস গভর্নর হাউস, ডেনিস টাভার্ন, শ্রীরামপুর কলেজ, উইলিয়াম কেরীর সমাধি, সেন্ট ওলাভ চার্চ। প্রতিবছর ক্রিসমাস উপলক্ষে সেন্ট ওলাভ চার্চকে সাজিয়ে তোলা হয়। ধুমধাম করে বড়দিন পালিত হয়। কিন্তু সেই উৎসব এবছর ধারে ভারে বেশ অনেকটাই বড় হতে চলেছে। আলো দিয়ে সাজানো হচ্ছে চার্চের সামনের অংশ। শুধু চার্চ নয়, উৎসব উপলক্ষে আলো দিয়ে সাজানো হয়েছে এনএস অ্যাভিনিউ, সেন্ট ওলাভ গির্জার সামনের নানা জায়গা। আগামী ২১ ডিসেম্বর সূচনা হবে উৎসবের। চলবে ২ রা জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন থাকবে সঙ্গীত সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা।
এদিন পার্কস্ট্রিট থেকে ভার্চুয়ালি শ্রীরামপুরে ক্রিসমাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। শ্রীরামপুরে সেন্ট ওলাভ চার্চে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, জেলাশাসক মু্ক্তা আর্য, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীন পুলিশ সুপার কামানাশিস সেন, বিধায়ক সুদীপ্ত রায়, অরিন্দম গুঁইন, শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার, পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র, বৈদ্যবাটির চেয়ারম্যান পিন্টু মাহাত প্রমুখ। এই প্রসঙ্গে গিরিধারী সাহা বলেছেন, "শ্রীরামপুরে অনেক প্রাচীন স্থাপত্য রয়েছে। তবে বড় দিনের সময় চার্চকে নিয়ে একটা আলাদা উন্মাদনা থাকে। তাই বর্তমান প্রজন্মের কাছে সেই বিষয় গুলোকে তুলে ধরতেই এই উদ্যোগ।"
পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, শ্রীরামপুরের এই উৎসবে রাজ্য পরিবহন দপ্তরের তরফে একটি প্রমোদ তরী দেওয়া হবে। প্রতিদিন গোঙ্গাবক্ষে ওই তরী শ্রীরামপুর থেকে ব্যান্ডেল চার্চ যাতায়াত করবে। মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, " ধর্ম যাই হোক, উৎসব বর্তমানে সবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এটা বিশেষ প্রয়াস।"