• বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...
    আজকাল | ২০ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমা সুরক্ষা বল বা এসএসবি'র ৬১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলিগুড়ি যাচ্ছেন তিনি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে জানিয়েছিলেন এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারস-এর আইজি সুধীর কুমার। সেই বিষয়েই সিলমোহর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

     

    বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সুকান্ত জানান , 'আজই উত্তরবঙ্গে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাতে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে পৌঁছবেন এসএসবি ক্যাম্পে। সেখানেই রাতে  থাকবেন তিনি।' আগামীকাল এসএসবি'র ৬১ তম প্রতিষ্ঠা দিবস। সেখানে অংশগ্রহণ করতেই অমিত শাহের উত্তরবঙ্গ সফর। জানা গিয়েছে, শুক্রবার এসএসবি'র প্যারেডে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে রয়েছে আরও কিছু সরকারি কাজ। সেগুলি সেরে পশ্চিমবঙ্গ থেকে  ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। 

     

    এসএসবির সাংবাদিক সম্মেলনের পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। কারণ একদিকে বাংলাদেশের অশান্ত পরিবেশ এবং তার মাঝেই গুরুত্বপূর্ণ চিকেন'স নেক শিলিগুড়িতে অমিত শাহের আগমন। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা শিলিগুড়ির রানীডাঙ্গায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসএসবি'র প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসেবে। বাংলাদেশের এই অস্থির অবস্থার মাঝে গুরুত্বপূর্ণ চিকেন'স নেক শিলিগুড়িতে অমিত শাহ'র আগমন যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সকলেই। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, পশ্চিমবঙ্গে অন্যান্য সরকারি কাজ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। যদিও এই কাজ  সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি সুকান্ত।
  • Link to this news (আজকাল)