সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...
আজকাল | ২০ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বেড়াতে গিয়ে নৌকো থেকে মাতলা নদীর জলে পড়ে গেল এক পর্যটক৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কুলতুলি থানার অন্তর্গত কৈখালি এলাকায়৷ জানা গিয়েছে, ওই পর্যটকের নাম প্রীতম পানুয়া, তিনি মন্দিরবাজার এলাকার বাসিন্দা৷ বৃহস্পতিবার মোট ১১ জন বন্ধু মিলে এদিন সকালে বেড়াতে এসেছিলেন প্রীতম৷ সকালে কৈখালি থেকে সুন্দরবনের নানা জায়গায় ঘুরতে গিয়েছিলেন তাঁরা৷ পরিকল্পনা ছিল শুক্রবারও নানা জায়গা ঘুরে দেখার৷ বৃহস্পতিবার ঘুরে এসে শুক্রবারের পরিকল্পনা করতে প্রীতম কৈখালি ঘাটে একটি লঞ্চে যান কথা বলার জন্য৷
লঞ্চে থাকাকালীন কোনওভাবে অসতর্ক হয়ে পড়েন তিনি। পা হড়কে গিয়ে পড়ে যান কৈখালি ঘাটের কাছে মাতলা নদীতে। সঙ্গে সঙ্গেই লঞ্চ চালকও তাঁকে খোঁজার জন্য জলে ঝাঁপ মারেন৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি প্রীতম নামে ওই পর্যটকের৷ স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, বিকেল আনুমানিক সাড়ে চারটা নাগাদ এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুলতলি থানার ওসি ফারুক রহমান৷ ইতিমধ্যেই প্রীতমকে খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে৷ ওই নিখোঁজ পর্যটক নেশাগ্রস্ত ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।