• আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার ফরাক্কার পঞ্চায়েত সচিব
    দৈনিক স্টেটসম্যান | ২০ ডিসেম্বর ২০২৪
  • প্রায় দুই কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় পঞ্চায়েতের সচিবকে গ্রেপ্তার করা হল। তাঁর বিরুদ্ধে পঞ্চদশ কমিশনের অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের সুতি ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

    ধৃতের নাম অশোককুমার ঘোষ। এই বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল। তদন্ত করতে গিয়েই আর্থিক তছরুপে জড়িত থাকার অভিযোগে বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে সুতি থানার পুলিশ। চলছে তদন্ত।

    সূত্রের খবর, ২০২১–২৩ সালের মধ্যে পঞ্চদশ কমিশনের প্রায় দুই কোটি টাকা গরমিলের ঘটনায় আদালতের নির্দেশে পঞ্চায়েতের সচিব অশোককুমারকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। গ্রেপ্তারির বিষয়টি নিশ্চিত করেছেন সুতি-১ ব্লকের বিডিও। তিনি জানিয়েছেন, ‘পঞ্চদশ কমিশনের টাকা গরমিল দেখতে পেয়ে আমি নিজেই এফআইআর করেছিলাম। প্রধানও লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তারপরই সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে।’ এই বিপুল টাকা তছরুপের পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)