• কবে কার্যকর অপরাজিতা বিল? নতুন বছরের শুরুতেই ফের পথে তৃণমূল মহিলা কংগ্রেস!
    ২৪ ঘন্টা | ২০ ডিসেম্বর ২০২৪
  • শ্রেয়সী গঙ্গোপাধ্যায়:  বিধানসভা পাস হয়ে দিয়েছে সর্বসম্মতিতে। অপরাজিতা বিল কবে কার্যকর হবে? নতুন বছরের শুরুতে ফের পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। কবে? ৪ জানুয়ারি। থাকছে আরও বেশ কয়েকটি কর্মসূচি।

    ঘটনাটি ঠিক কী? আরজি কাণ্ডে তখন উত্তাল রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ ও খুনের তদন্তে নেমেছে সিবিআই। অভিযুক্তের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ধর্ষণ-বিরোধী একচি বিলও পেশ করা হয় বিধানসভায়।  নাম, 'অপরাজিতা ওমেন চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল' অ্যামেনমেন্ট) বিল ২০২৪ (Aparajita Women-Child Bill 2024)। কিন্তু সেই বিলে এখনও স্বাক্ষর করেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

    কর্মসূচি নাম, 'চাই সত্বর অপরাজিতায় স্বাক্ষর'। ৪ জানুয়ারি অপরাজিতা বিল কার্যকর দাবিতে রাজ্যজুড়ে মিছিল করবে তৃণমূল মহিলা কংগ্রেস। এর আগে, নভেম্বরেও একই দাবিতে ব্লকে ব্লকে মিছিল হয়েছিল। এরপর ১ ডিসেম্বর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরনায় বসেছিলেন তৃণমূলের মহিলা সদস্যরা।

    এদিকে হাত আর মাত্র ১ বছর। ছাব্বিশে রাজ্যে বিধানসভা ভোট। সংগঠনকে চাঙ্গা করতে আরও দুটি কর্মসূচি নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। চলতি মাসের ২৬ তারিখ থেকে ব্লকে ব্লকে শুরু হবে 'দীক্ষা'। এই কর্মসূচি মূল ভাবনা, তৃণমূল কংগ্রেস কীভাবে চলে, সে সম্পর্কে কর্মীদের জানানো। এরপর ২৭ জানুয়ারি থেকে জেলা জেলায় সম্মেলন। কর্মসূচির নাম, 'আলাপচারিতা'। কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করতেই এই কর্মসূচি।

  • Link to this news (২৪ ঘন্টা)