আরও এক মেট্রো স্টেশনে বন্ধ হচ্ছে টিকিট কাউন্টার
আনন্দবাজার | ২০ ডিসেম্বর ২০২৪
জোকা-মাঝেরহাট এবং নিউ গড়িয়া-রুবি মেট্রোপথের একাধিক স্টেশনে আগেই বুকিং কাউন্টার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। এ বার ইস্ট-ওয়েস্ট মেট্রোর বেঙ্গল কেমিক্যাল স্টেশনকেও বুকিং কাউন্টারবিহীন স্টেশন হিসাবে ঘোষণা করলেন তাঁরা। আজ, বৃহস্পতিবার থেকে ওই স্টেশনে বুকিং কাউন্টার উঠে যাচ্ছে।প্রসঙ্গত, যাত্রীর সংখ্যা কম, এই যুক্তি দেখিয়ে মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যে জোকা-মাঝেরহাট এবং নিউ গড়িয়া-রুবি মেট্রোপথ মিলিয়ে কম-বেশি ছ’টি স্টেশনে বুকিং কাউন্টার তুলে দিয়েছেন। মেট্রো কর্তৃপক্ষের দাবি, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পথে বেঙ্গল কেমিক্যাল স্টেশনে হাতে গোনা যাত্রী ওঠানামা করেন। যাত্রীদের টোকেন, স্মার্ট কার্ড কেনার জন্য ওই স্টেশনে এ বার থেকে শুধুই যন্ত্র-নির্ভর ব্যবস্থা চালু থাকবে।
Link to this news (আনন্দবাজার)