• অনিয়মে অভিযুক্ত দক্ষিণ দমদমের থেকে রিপোর্ট চাইল জেলা প্রশাসন
    আনন্দবাজার | ২০ ডিসেম্বর ২০২৪
  • দক্ষিণ দমদম পুরসভায় বহুতল নির্মাণ নিয়ে অভিযোগ নতুন নয়। সে ক্ষেত্রে প্রশাসনের তৎপরতাও চোখে পড়ে না বলেই অভিযোগ বাসিন্দাদের একাংশ ও বিরোধীদের। এ বারে সেই অভিযোগ ভেঙে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বলে দাবি। উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসন থেকে পুর কর্তৃপক্ষের কাছে সেই বিষয়ে রিপোর্ট চাওয়া যার অন্যতম কারণ।

    সম্প্রতি বাগুইআটি থানা এলাকার এক বাসিন্দা দক্ষিণ দমদম পুর এলাকায় একাধিক বহুতল নির্মাণ নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানান। তাঁর অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার কাছে তথ্য জানার আইনে কয়েকটি বহুতল নিয়ে জানতে চাওয়া হয়েছিল। উত্তর মেলেনি। এর পরে পুরসভায় অভিযোগ করা হয়। তাতেও সাড়া মেলেনি। একই ভাবে রাজ্য প্রশাসন থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছেও এই অভিযোগ জানানো হয়।

    উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রের খবর, কোনও অভিযোগ এলে সে সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কিংবা কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়। এ ক্ষেত্রেও অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পুরসভার পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।

    বাসিন্দা কিংবা বিরোধীদের একাংশের অভিযোগ, বহু দিন থেকে এই অভিযোগ উঠেছে। কিন্তু কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি। এ ক্ষেত্রেও কতটা পদক্ষেপ করা হবে, তা নিয়ে সংশয় রয়েছে। সূত্রের খবর, দক্ষিণ দমদমের একাধিক বহুতলের উল্লেখ অভিযোগে রয়েছে।

    যদিও এর আগেও বহুতল নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে পুর কর্তৃপক্ষ জানিয়েছিলেন, পুরসভার কাছে অভিযোগ এলে খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। পুরসভাকে বদনাম করতে এমন অভিযোগ তোলা হয় বলে দাবি তৃণমূল নেতা-কর্মীদের একাংশের।

    এ বার জেলা প্রশাসনের রিপোর্ট চাওয়ার কথা স্বীকার করেছেন দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে পুরপ্রধান কস্তুরী চৌধুরী জানান, বিষয়টি নিয়ে পুরসভা পরে বক্তব্য জানাবে।

  • Link to this news (আনন্দবাজার)