মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?
আজকাল | ২০ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শীতের রাতে হঠাৎই বাঘের আক্রমণ সুন্দরবনের মৈপীঠ এলাকায়। আচমকা রয়্যাল বেঙ্গলের আক্রমণে আহত নবম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ভুবনেশ্বরি পঞ্চায়েত এলাকার দেবীপুর নকুলের মোড় এলাকায়। জানা গিয়েছে, এদিন রাত ন'টা নাগাদ জঙ্গল সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল রাহুল হালদার নামে নবম শ্রেণীর ওই ছাত্র। সেই সময় জঙ্গল থেকে বাঘ আচমকা আক্রমণ করে রাহুলকে। পিঠে আঁচড় বসিয়ে দেয় তাঁর।
চিৎকার করে রাস্তায় পড়ে যায় রাহুল নামে ওই ছাত্র। রাস্তায় লাঠি নিয়ে গ্রামের লোকজন জড়ো হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের চিৎকারে বাঘ শিকার ছেড়ে বেপাত্তা হয়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের আধিকারিকরা। বাঘের ভয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এদিকে, জখম ছাত্রকে তড়িঘড়ি এলাকার এক প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে বাঘের আতঙ্ক তাড়া করছে গ্রামবাসীদের মধ্যে।
Link to this news (আজকাল)