• ভয়াবহ কাণ্ড! যাত্রী নিয়ে দুরন্ত গতিতে ছুটছিল বাস, হঠাৎ খুলে গেল চাকা! তারপর? 
    আজকাল | ২০ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চলন্ত সরকারি বাস থেকে একসঙ্গে খুলে গেল পিছনের সমস্ত চাকা। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ন'টা নাগাদ মুর্শিদাবাদে সুতি থানার আহিরণ ব্রীজ সংলগ্ন এলাকায়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের কারোরই চোট গুরুতর নয়। 

     শুক্রবার সকালে মালদা থেকে একটি দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের বাস বহরমপুরের উদ্দেশে যাত্রা করে ।বাসটি যখন আহিরণ ব্রীজ  সংলগ্ন এলাকায় ছিল, সেই সময় হঠাৎই 'অ্যাক্সেল' সমেত বাসের পিছনের সমস্ত চাকা খুলে যায়। 

    এরপর বাসটি  চলন্ত অবস্থায় ছেঁচড়ে কিছুটি সামনে এগিয়ে গিয়ে থেমে যায়। এই ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় বাসের মধ্যে। হঠাৎ করে বাসের চাকা খুলে যাওয়ায় হতভম্ব হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত তাঁরা বাস থেকে নেমে পড়ার চেষ্টা করেন ।এই সময় আহতও হন কয়েকজন। 

    সুতি থানার পুলিশ থেকে দ্রুত অ্যাম্বুলেন্স, ক্রেন নিয়ে এলাকায় পৌঁছে যায় । দুর্ঘটনার সময় বাসটিতে কমপক্ষে ৫০-৬০ জন যাত্রী ছিলেন। ঘটনার পর ১২ নম্বর জাতীয় সড়কের উপর দীর্ঘ যানজট তৈরি হয় ।পরে ধীরে ধীরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে। 

    পুলিশ সূত্রে  জানা গিয়েছে, যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে ১২ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ চলার জন্য এই মুহূর্তে একটি লেন দিয়ে সমস্ত গাড়ি চলাচল করছে।

    স্থানীয়রা জানাচ্ছেন, ওই একটি লেনের বহরমপুরমুখী লেনটি ছেড়ে সরকারি বাসটি মালদামুখী লেনে গিয়ে অন্য একটি গাড়িকে ওভারটেক করে আবার সঠিক লেনে ফিরে আসার চেষ্টা করছিল। সেই সময়ই হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে বাসের পিছনের চাকাগুলো একসঙ্গে খুলে যায়। 

    সানোয়ার হোসেন নামে বাসের এক যাত্রী বলেন, ‘মালদা থেকে বাসটি যথেষ্ট গতিতেই বহরমপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার ঠিক আগেও বাসের গতি আনুমানিক ৬০-৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা ছিল। কীভাবে একসঙ্গে বাসের পিছনের চাকাগুলো খুলে গেল আমরা বুঝতে পারছি না।‘তিনি বলেন, ‘হঠাৎ করে প্রবল ঝাঁকুনি হাওয়ায় বাসের যাত্রীরা কম বেশি অনেকেই আহত হয়েছেন। আমরা দেখলাম কয়েকটি অ্যাম্বুলেন্স এসে আহত কয়েকজন যাত্রীকে নিয়ে গিয়েছে।‘
  • Link to this news (আজকাল)