• সাসপেন্ডের সিদ্ধান্ত CPIM-এর, 'আমি কী করব?' মন্তব্য 'কোলে বসা'য় অভিযুক্ত সেই তন্ময়ের
    আজ তক | ২০ ডিসেম্বর ২০২৪
  • মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণের কারণে তন্ময় ভট্টাচার্যকে ৬ মাসের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল সিপিএম।  দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির (আইসিসি) রিপোর্টের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সিপিএম। বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ এবং ৩১ ডিসেম্বর দলের রাজ্য কমিটির বৈঠকে এ বিষয়ে প্রস্তাব পেশ করা হবে। এছাড়াও এই প্রস্তাব পেশ করা হবে কেন্দ্রীয় কমিটির বৈঠকেও। সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন তন্ময়।

    এর আগে তন্ময়কে সাসপেন্ড করা হয়েছিল দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির তদন্ত চলাকালীন। তদন্ত শেষ হওয়ার পরে সেই সাসপেনশন তুলে নেওয়া হয়েছিল। এখন কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রাক্তন বিধায়ককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, অভ্যন্তরীণ তদন্ত কমিটি তাদের রিপোর্টে তন্ময়ের বিরুদ্ধে মহিলা সাংবাদিকের অভিযোগের প্রমাণ পেয়েছে। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই তন্ময়ের দোষ খুঁজে পাওয়া গিয়েছে। তাই অভব্য আচরণের জন্য তন্ময়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার কথা জানিয়েছে কমিটি। তাই ৬ মাসের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কিছুদিন আগেই এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। সেখানেই তিনি দাবি করেন, তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল তাঁর। সেই মতো তিনি সিপিএম নেতার কাছে পৌঁছে যান। তাঁর অভিযোগ, ইন্টারভিউ নেওয়ার আগেই তন্ময়বাবু নাকি তাঁর কোলে বসে পড়েন। মহিলা স্পষ্টভাবে জানান, তিনি এসব পছন্দ করেন না। ওই সাংবাদিকের অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। পছন্দ না হলেও বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতেন তিনি। তবে এদিন বিষয়টা মাত্রা ছাড়ানোয় ফেসবুক লাইভ করেন নিগৃহীতা। এরপরেই বরানগর থানায় অভিযোগও দায়ের হয়। সিপিএম দলগত ভাবেও তন্ময়কে প্রাথমিক ভাবে সাসপেন্ড করে যাবতীয় অভিযোগ পাঠিয়ে দেয় দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে (আইসিসি)।

    ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল। আনা হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৫-এর ২ ধারা।  সেই মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তন্ময়। সম্প্রতি, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেঞ্চ তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে।

    দল যে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তা স্বীকার করে নিয়েছেন তন্ময়। bangla.aajtak.in-কে তিনি বলেন, 'সাসপেন্ড করলে আমি কী করব? সাসপেন্ড থাকব। আমি দলের কর্মী, সেটাই থাকব।' আগামীদিনে অন্য রাজনৈতিক পরিকল্পনা আছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,'না, আমি সিপিএমে ছিলাম, আছি ও থাকব।'
  • Link to this news (আজ তক)