• বাড়ির দোরগোড়ায় বাঘের হামলা! গুরুতর আহত নাবালক, তীব্র আতঙ্কে...
    ২৪ ঘন্টা | ২০ ডিসেম্বর ২০২৪
  • তথাগত চক্রবর্তী: বাড়ির সামনে মোবাইলে কথা বলার সময় আচমকা বাঘের হামলা। ঘটনায় আহত এক কিশোর। বারবার লোকালয়ে বাঘ চলে আসার ঘটনায় বনদফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। 

    আবার মৈপীঠে বাঘের আচমকা আক্রমণে আহত হলেন নবম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভুবনেশ্বরি পঞ্চায়েত-এর দেবীপুর নকুলের মোড় এলাকায়। এদিন রাত ৯ টায় জঙ্গল সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল রাহুল হালদার। সেই সময় জঙ্গল থেকে বাঘ আচমকা আক্রমণ করে তাঁকে। পিঠে আঁচড় দেয় তাঁর। চিৎকার করে রাস্তায় পড়ে যায় রাহুল। রাস্তায় লাঠি নিয়ে গ্রামের লোকজন জড়ো হয়ে যায়। বাঘ শিকার ছেড়ে বেপাত্তা হয়ে যায়। খবর দেওয়া হয় বন দফতরকে। বন দফতরের লোকজন ঘটনাস্থলে গিয়েছে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এদিকে, জখম ছাত্রকে তড়িঘড়ি এলাকার এক প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে বাঘ কী আবার লোকালয়ে এসেছে এই আতঙ্ক তাড়া করছে গ্রামবাসীদের মধ্যে।

    উল্লেখ্য, গতকালই বাঘের হামলায় মৃত্যু হয় এক মৎস্যজীবীর। ঘটনাটি ঘটেছে বইটা বাঙ্গির জঙ্গলে। গত বৃহস্পতিবার সকালেই কুলতলি ব্লকের মৈপিঠ থানা এলাকার বৈকুন্ঠপুরের বাসিন্দা কর্ণধর মণ্ডল (২২) -সহ মোট ৫ জন কাঁকড়া ধরার জন্য জঙ্গলে যান। নৌকা থেকে কাঁকড়া ধরার জন্য নদীতে নামতেই বাঘ ঝাঁপিয়ে পড়ে কর্ণধরের উপরে।

    কর্ণধরের সঙ্গীরা তাঁকে বাঘের হাত থেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়নে। সঙ্গীরা লাঠি দিয়ে বাঘের উপর আঘাত করেন। বাঘ ছেড়ে দেয় কর্ণকে। কিন্তু বিশ্রী ভাবে আহত কর্ণধরকে বাড়িতে নিয়ে আসার পথে নৌকাতেই মৃত্যু হয় তাঁর। কর্ণধরের দেহ আপাতত কুলতুলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছে কুলতুলি থানা ও বন দফতর।

     

  • Link to this news (২৪ ঘন্টা)