• গ্রেপ্তারির ২৪ ঘণ্টার মধ্যে বিধাননগর পূর্ব থানার লকআপে বন্দির রহস্যমৃত্যু! মারধরের জের?
    প্রতিদিন | ২০ ডিসেম্বর ২০২৪
  • দিশা ইসলাম, বিধাননগর: গ্রেপ্তারির ২৪ ঘণ্টার মধ্যেই বিধাননগর পূর্ব থানার লকআপে বন্দির রহস্যমৃত্যু। দেহে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল। মৃতের পরিবারের দাবি, থানায় অত্যাচারের পাশাপাশি ওষুধ খেতে দেওয়া হয়নি ধৃতকে। যার জেরে এই ঘটনা। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সব খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের শীর্ষ স্তরের আধিকারিকেরা।

    জানা গিয়েছে, মৃতের নাম রথীশ দেবনাথ। তাঁর বয়স ৫৫ বছর। ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরির অভিযোগে বুধবার রানাঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। রাতে লকআপেই রাখা হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার বিকেলে পুলিশের তরফে ধৃতের বাড়িতে জানানো হয়, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই মৃত্যু হয় তাঁর। পুলিশের দাবি, অসুস্থতার কারণেই মৃত্যু। কিন্তু পরিবার একাধিক প্রশ্ন তুলেছে।

    পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃতের শরীরে একাধিক ক্ষত চিহ্ন মিলেছে। তাঁদের প্রশ্ন, যদি অসুস্থতার জেরেই মৃত্যুর ঘটনা ঘটে থাকে, তাহলে আঘাতের চিহ্ন এল কীভাবে? মৃতের দাদার অভিযোগ, লকআপে রথীশবাবুর উপর অত্যাচার করা হয়েছে। এখানেই শেষ নয়, উনি নিয়মিত ওষুধ খেতেন, তাও দেওয়া হয়নি। যার জেরেই এই পরিণতি। এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)