• তপসিয়ায় বহুতলের পাশের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৪
  • শহরে ফের অগ্নিকাণ্ড। শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ তপসিয়ায় একটি বহুতলের পাশে অবস্থিত বস্তির একটি ঝুপড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। সেখানে পৌঁছেছে প্রগতি ময়দান থানার পুলিশও। ঝুপড়িটিকে কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। 

    ইতিমধ্যেই আশেপাশের ঝুপড়ি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। আগুন ছড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কা করছিলেন স্থানীয়রা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী।

    কী ভাবে এই আগুন লাগল? তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে। অনেকেই দাবি করেছেন তাঁরা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, একটি বিকট আওয়াজ তিনি শুনতে পান। বাড়ির বাইরে বেরিয়ে দেখেন, কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল গোটা এলাকা। একটি ঝুপড়িতে দাউ দাউ করে জ্বলছিল। ওই ঝুপড়ি থেকে আশেপাশের কয়েকটি ঝুপড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।

    আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি ঝুপড়ি। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তা সফল হয়নি। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরে সেখানে দমকলের ইঞ্জিন পৌঁছয়।

    পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দা কান্না জড়ানো গলায় বলেন, ‘এই আগুনে পুড়ে সমস্তকিছু ছাই হয়ে গেল।’ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

  • Link to this news (এই সময়)