রাজ্যসভায় অম্বেডকর-মন্তব্য ঘিরে বিতর্কের আবহে রাজ্য সফরে এসেছেন অমিত শাহ। বৃহস্পতিবার রাতেই শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন তিনি। লোকসভা ভোটের পর এই নিয়ে দ্বিতীয় বার বঙ্গসফরে শাহ। তবে এ বারের ঝটিকা সফরে কলকাতা নেই। সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন তিনি। আজ উত্তরবঙ্গের ওই কর্মসূচি সেরে বাহিনীর কর্তাদের সঙ্গে একটি বৈঠকে বসতে পারেন তিনি। এর পরে বিকেলেই আবার দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে শাহের। এ বারের সফরসূচিতে কোনও ঘোষিত রাজনৈতিক কর্মসূচি নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ সকালে এসএসবির প্যারেড গ্রাউন্ডে যাওয়ার কথা রয়েছে শাহের। দুপুর ১টা পর্যন্ত সেখানে অনুষ্ঠান রয়েছে। সেখান থেকে এসএসবির সদর দফতরে ফিরে মধ্যাহ্নভোজ সেরে বৈঠকে বসবেন আধিকারিকদের সঙ্গে। বিকেল ৩টে ১০ মিনিটে বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে ধর্মতলায় নতুন করে ধর্নায় বসতে চেয়েছেন চিকিৎসকদের একাংশ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে ধর্নার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে ইমেল করা হয়েছিল। পুলিশ অনুমতি দেয়নি। চিকিৎসকেরা এর পর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। আদালত তাঁদের ধর্নার অনুমতি দিয়েছে। তবে কোর্ট জানিয়েছে, ২০০ জনের বেশি লোক নিয়ে ধর্নায় বসা যাবে না। আজ থেকেই চিকিৎসকদের ধর্না শুরু হবে ধর্মতলায় মেট্রো চ্যানেলে। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ, বড়দিনেও ধর্না চলবে। এ বিষয়ে কী কী শর্ত মানতে হবে, আজ আদালত তা জানাবে চিকিৎসকেদের।
আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে ফিরহাদ হাকিমের। সাপ্তাহিক এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর অভিযোগ ও তাঁদের সমস্যার কথা শোনেন মেয়র। টেলিফোনের মাধ্যমে ফিরহাদের কাছে সরাসরি নিজেদের অভিযোগ জানাতে পারেন কলকাতাবাসী। আজ বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত চলবে ফিরহাদের এই ‘টক টু মেয়র’ কর্মসূচি। এর পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন তিনি। ওই সাংবাদিক বৈঠকে উঠে আসতে পারে গঙ্গার ভাঙন সংক্রান্ত বিষয়। উত্তর কলকাতার অন্যতম বড় সমস্যা গঙ্গাভাঙন। সেই সমস্যা সমাধানের জন্য বন্দর কর্তৃপক্ষকে বৈঠকে বুধবার ডেকেছিলেন মেয়র। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, খিদিরপুর পর্যন্ত সমস্ত ঘাট বাঁধানো ও সুরক্ষার দায়িত্ব নিয়েছে পোর্ট ট্রাস্ট। আজ এ বিষয়ে আরও কোনও তথ্য তিনি জানান কি না সে দিকে নজর থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী চার দিন রাজ্যে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পর থেকে রাতের তাপমাত্রা কমবে। আবার ঝোড়ো ইনিংস খেলতে পারে শীত। তার আগে শুক্র এবং শনিবার কলকাতা-সহ রাজ্যের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জেলায় কুয়াশার জন্য জারি করা হয়েছে সতর্কতা।