• চিকিৎসকের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ভাঁড়িয়ে গ্রেফতার
    আনন্দবাজার | ২০ ডিসেম্বর ২০২৪
  • এক চিকিৎসকের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে পুরসভার ডাক্তার হিসাবে চাকরি নেওয়ার পাশাপাশি শহরতলির একাধিক জায়গায় রোগী দেখার অভিযোগ উঠল। সেই অভিযোগ পেয়ে তদন্তে নেমে সংশ্লিষ্ট ওই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। ধৃতের নাম সুনীলকুমার সাউ।

    পুলিশ সূত্রের খবর, গত পয়লা ডিসেম্বর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক চিকিৎসক। তাঁর নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে রীতিমতো প্রেসক্রিপশন ছাপিয়ে অন্য এক ব্যক্তি চিকিৎসা করছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার রাতে হালিশহর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের বাড়ি হালিশহরের বৈদ্যপাড়া মেন রোডে।

    তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযোগকারী চিকিৎসক এবং অভিযুক্তের নাম এক হওয়ার সুযোগটাই নিয়েছিলেন অভিযুক্ত। ওই চিকিৎসকের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে মধ্যমগ্রাম পুরসভায় চিকিৎসক হিসাবে কাজ করছিলেন তিনি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, শুধু পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাই নয়, গত তিন-চার বছর ধরে হালিশহর, মধ্যমগ্রাম-সহ একাধিক জায়গায় রোগী দেখছিলেন তিনি। এমনকি, রীতিমতো চেম্বার খুলেও বসেছিলেন। পুলিশি জেরায় ধৃতের দাবি, তিনি আদতে আয়ুর্বেদিক চিকিৎসক। যদিও তার প্রমাণ হিসাবে কোনও শংসাপত্র তিনি দেখাতে পারেননি বলে পুলিশের দাবি। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক ২৪ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

  • Link to this news (আনন্দবাজার)