• পরিত্যক্ত মর্গের বাইরে উদ্ধার খুলি, মানুষের হাড়গোড়, উত্তেজনা বেলেঘাটা আইডি হাসপাতালে
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৪
  • বেলেঘাটা আইডি হাসপাতালের পরিত্যক্ত মর্গে সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হলো মানুষের মাথার খুলি, হাড়গোড়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। কী করে সেগুলি ওখানে এল তা তদন্ত করে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয়েছে পুলিশেও।

    জানা গিয়েছে, শুক্রবার সকালে হাসপাতালের পরিত্যক্ত মর্গের জঙ্গল এলাকায় সাফাইয়ের কাজ করছিলেন কর্মীরা। সেই সময়েই মানুষের খুলি, হাড়গোড় পাওয়া যায়। দু’জন সাফাই কর্মীরা সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। কী ভাবে সেগুলি এল? কেউ বাইরে থেকে সেগুলো রেখে গিয়েছে না স্বাস্থ্য-শিক্ষার সঙ্গে সম্পর্কিত কোনও পরিত্যক্ত সামগ্রী-সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

    উল্লেখ্য, পূর্ব ভারতের অন্যতম বৃহৎ সংক্রমণ রোগের হাসপাতাল বেলেঘাটা আইডি। প্রতিদিন হাজার হাজার রোগী বিভিন্ন সংক্রামক রোগ নিরাময়ের জন্য এই হাসপাতালে চিকিৎসা করান। বেশ কয়েক মাস আগে বেলেঘাটা আইডি হাসপাতালে পেছনের অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেডিক্যাল বর্জ্য উদ্ধার করা হয়েছিল। সেই সময়েই হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি উঠেছিল। এর পর সরাসরি হাসপাতালের মর্গের বাইরের জঙ্গলে খুলি উদ্ধার নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

  • Link to this news (এই সময়)