কোন কোন লোকাল বাতিল, কোন এক্সপ্রেসের সময় বদল? হাওড়ায় উড়ালপুল তৈরিতে কতটা ভোগান্তি
আজকাল | ২০ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: হাওড়া ডিভিশন, অন্যতম ব্যস্ততম ডিভিশন। ওই শাখায় নিত্যদিন বহু যাত্রী যাতায়াত করেন। আর সেই ডিভিশনেই এবার ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের। একমাসেরও বেশি সময় ধরে ৩০ জোড়া অর্থাৎ ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। বেশকিছু এক্সপ্রেস ট্রেন চলাচল করবে নির্ধারিত সময়ের বদলে বেশকিছু সময় দেরিতে।
কারণ কী? রেল সূত্রে খবর, হাওড়ার অদূরে বেনারস রোড উড়ালপুল কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। এই কারণেই শনিবার ২১ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের ২২ তারিখ পর্যন্ত ৬০টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। এতে যাত্রী ভোগান্তি চরমে উঠতে পারে বলে মত নিত্যযাত্রীদের। পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল রুটে বাতিল থাকছে ১৫টি লোকাল ট্রেন। হাওড়া-শেওড়াফুলি রুটে বাতিল থাকছে ১১টি ট্রেন। এছাড়া হাওড়া থেকে বেলুড় মঠ যাওয়ার যে ২টি ট্রেন চলে তা বাতিল করা হয়েছে। পাশাপাশি হাওড়া-শ্রীরামপুর রুটে ২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। উল্টোদিকে ব্যান্ডেল-হাওড়া রুটে বাতিল থাকছে ১৫টি লোকাল। শেওড়াফুলি-হাওড়া রুটে বাতিল ১১টি ট্রেন। বেলুড় মঠ-হাওড়া এবং শ্রীরামপুর-হাওড়া রুটে ২টি করে ট্রেন বাতিল করা হয়েছে।
২৩ ডিসেম্বর (সোমবার) থেকে ২৮ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত ০৩০৫১ আপ হাওড়া-বর্ধমান মেমু স্পেশ্যালকে হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে নিয়ে যাওয়া হবে। ২৯ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেনটি রাত ১টা ৫০ মিনিটের পরিবর্তে ভোর সাড়ে ৩টেয় ছাড়বে।
বেশকিছু এক্সপ্রেস ট্রেনেরও নির্ধারিত সময়ের বদলে সময় পরিবর্তন হবে। জানা গিয়েছে, ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস ৫০ মিনিট পর, দেহদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস ৫০ মিনিট পরে, মুজফ্ফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস এক ঘণ্টা পরে, দ্বারভাঙা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস এক ঘণ্টা পরে, মোকামা-হাওড়া এক্সপ্রেস ২৫ মিনিট পরে, আজিমগঞ্জ-হাওড়া প্যাসেঞ্জার ১০ মিনিট পরে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। ওই ছ’দিন ১০ মিনিট পরে ছাড়বে রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস এবং ৩০ মিনিট পরে ছাড়বে গয়া-হাওড়া এক্সপ্রেস।