• শুক্রবার সাতসকালে রাস্তার ধারে স্বামীর মৃতদেহ, তদন্তে নেমে স্ত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ...
    আজকাল | ২০ ডিসেম্বর ২০২৪
  • মিল্টন সেন: খুন হয়ে রাস্তার ধারে পড়ে স্বামীর মৃতদেহ। পরিবারের অভিযোগ, মৃতের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তার জেরেই এই খুন। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত কানাগর ভাঙ্গা মসজিদ এলাকায়। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় এক মহিলা দেখতে পান ফাঁকা জায়গায় রক্তাক্ত মৃতদেহ পরে রয়েছে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় থানায়।

     

     

    চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, মৃতের নাম রমেশ মুদালিয়া। তাঁর বাড়ি হুগলির দেবানন্দপুরের দক্ষিণ নলডাঙা সৃজন পল্লী এলাকায়। পুলিশ সূত্রে খবর, মাদক মামলায় জেলবন্দি ছিলো রমেশ। মাস দেড়েক আগে জেল থেকে ছাড়া পায় সে। জানতে পারে স্ত্রীর সঙ্গে অন্য যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে পরিবারে অশান্তিও হত। বৃহস্পতিবারও একই বিষয় নিয়ে অশান্তি হয় বলে জানা গিয়েছে।

     

     

    তারপরেই শুক্রবার সকালে রমেশের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় তার মৃতদেহ দেখা যায়। পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। খবর পেয়েই উত্তেজিত জনতা বাড়িতে ভাঙচুর চালায়। চুঁচুড়া থানার পুলিশ যুবকের স্ত্রীকে থানায় নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। মৃতের ভাই উমেশ মুদালিয়ার অভিযোগ, তাঁর দাদার দশ বছর আগে বিয়ে হয়েছিল। বৌদির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যা নিয়ে প্রায়ই অশান্তি হত। বৌদিই তার দাদাকে খুন করিয়েছে। মৃতের সৎ মাও একই অভিযোগ এনে দাবি করেছেন, দোষীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক।
  • Link to this news (আজকাল)