আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ। একসময়ের বিখ্যাত সুরকার ও গীতিকার সুপ্রকাশ চাকির বাড়িতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বর্তমানে আর্থিক ভাবে কিছুটা পিছিয়ে থেকে দিন কাটাচ্ছেন সুপ্রকাশ চাকি। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যাতেও ভুগছেন তিনি। আর্থিক কারণেও নিঃসন্তান এই দম্পতি নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। দূরের আত্মীয় এবং কিছু ছাত্রছাত্রীর সাহায্যে কোনওরকমে তাঁদের সংসার চলে। বিষয়টি জানতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিদ্ধান্ত নিতে দেরি করেননি। নির্দেশ দেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোনারপুরে সুরকারের বাড়িতে যান রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী।
নিজের পক্ষ থেকে তিনি কিছু আর্থিক সাহায্য তুলে দেন সুরকার দম্পতির হাতে। তাঁর পাশে থাকার জন্য বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে সোনারপুরে কোনও চ্যারিটি অনুষ্ঠান করা যায় কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হছে বলে জানান মন্ত্রী। সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র জানান, তাঁরা সুরকার দম্পতির পাশে রয়েছেন। অন্যদিকে, পেশায় চিকিৎসক রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাসের সঙ্গে এই পরিবারের যোগাযোগ দীর্ঘদিনের। তাঁদের চিকিৎসাও করেন তিনি। একসঙ্গে এতজনকে নিজেদের বাড়িতে দেখে আপ্লুত চাকি দম্পতিও। তাঁরা জানান বাড়ি যেন চাঁদের হাট। শিল্পীদের যে ভাতা দেওয়া হয় সেই ভাতা যাতে চাকি দম্পতি পান তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সুপ্রকাশ চাকির স্ত্রী শর্মিষ্ঠা চাকিকে যাতে বার্ধক্য ভাতা দেওয়া যায় সেই বিষয়টিও দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।