• এক গ্রাম থেকে অন্য গ্রাম, চরকি পাক খাওয়াচ্ছে কুলতলির বাঘ
    আজকাল | ২০ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চরকি পাক খাওয়াচ্ছে কুলতলির বাঘ। কখনও এখানে বা কখনও ওখানে। হন্য হয়ে তার পিছনে ঘুরছে রাজ্য বনদপ্তর। বৃহস্পতিবার রাতে সুন্দরবনের কুলতলি ব্লকের মইপিঠ উপকূল থানা এলাকায় গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রামে বাঘের আক্রমণে আহত হয় এক ছাত্র। স্থানীয় দেবীপুর গ্রামের দাসপাড়ায় নদী লাগোয়া রাস্তায় রাহুল হালদার নামে নবম শ্রেণীর এক ছাত্র যখন মোবাইল ফোনে কথা বলছিল তখন আচমকাই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে রাহুলের পিঠে থাবা মারতে গেলে রাহুল চেঁচিয়ে ওঠে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বাঘ পালিয়ে যায়। কিন্তু থাবার আঘাতে জখম হয় রাহুল। 

     

    খবর পেয়ে বাঘের সন্ধানে দ্রুত ময়দানে নামে বনদপ্তর। কিন্তু দেখা যায় বাঘ গুড়গুড়িয়া-ভুবনেশ্বরী ও তার পাশে মৈপীঠ-বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চরকি পাক খেয়েছে। একজায়গায় না দাঁড়িয়ে ক্রমাগত ঘুরে বেড়িয়েছে এই এলাকার জঙ্গলের বিভিন্ন স্থানে। শুক্রবার বাঘের পায়ের ছাপ পাওয়া যায় দেবীপুর গ্রাম থেকে প্রায় চার কিলোমিটার দূরে মৈপীঠ-বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ধান ক্ষেতে। 

     

     

    দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ময়দানে নেমে পড়েছেন রাজ্য বনদপ্তরের যুগ্ম অধিকর্তা রাজা দত্ত এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার ডিএফও নিশা গোস্বামী ও দপ্তরের অন্যান্য কর্মীরা। সঙ্গে রয়েছেন মৈপীঠ উপকূল থানার পুলিশকর্মীরা। কিন্তু তাঁদেরকে এড়িয়েই গিয়েছে বাঘ।
  • Link to this news (আজকাল)