হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায়
আজকাল | ২০ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: জঙ্গল প্রেমীদের জন্য সুখবর। বাড়ানো হচ্ছে উত্তরবঙ্গের গরুমারা জঙ্গলে সাফারির পরিধি। এই মুহূর্তে পর্যটকরা জঙ্গলে যতটা এলাকায় সাফারি করতে পারেন তার থেকে এবার আরও বেশি দূরত্বে তাঁদের নিয়ে যাওয়া হবে।
এবিষয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতীম সেন বলেন, 'এখন পর্যটকরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার পর্যন্ত যাচ্ছেন। সেখান থেকে তাঁদের আরও চার কিলোমিটার দূরত্ব নিয়ে যাওয়া হবে। এই বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই পর্যটকরা জঙ্গলে অতিরিক্ত চার কিলোমিটার দূরত্ব সাফারি করতে পারবেন।'
এর পাশাপাশি জঙ্গলে সফররত পর্যটকদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেছেন বন আধিকারিকরা। গত বুধবার বিকেলে নিজে ডিএফও জিপসিতে পর্যটকদের সঙ্গে সাফারিতে অংশ নেন। সেই সফরে তিনি পর্যটকদের জানান, তাঁদের থেকে সংগৃহীত সাফারির টিকিটের টাকা কীভাবে খরচ করা হচ্ছে। নিজে ডিএফও তাঁদের সঙ্গে কথা বলে সুবিধা বা অসুবিধার কথা জানতে চাওয়ায় পর্যটকরাও খুশি।