তপসিয়ায় বহুতল সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক বাড়ি...
আজকাল | ২০ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: তপসিয়ায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের আটটি ইঞ্জিন। জানা গিয়েছে, তপসিয়া এলাকার একটি বহুতলের পাশের ঝুপড়িতে শুক্রবার সকালে আগুন লাগে। কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। বস্তিতে আগুন লেগে যাওয়ায় গ্যাস সিলিন্ডার ফাটার সম্ভাবনা রয়েছে। হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় কার্যত প্রাণ হাতে নিয়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আশঙ্কা রয়েছে, এখনও কেউ কেউ আটকে রয়েছেন বস্তি সংলগ্ন এলাকায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়ানোর সম্ভাবনা রয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।
একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে প্রগতি ময়দান থানার পুলিশ। বেশ কিছু বাড়ি, দোকানঘর পরপর জ্বলছে বলে খবর স্থানীয় সূত্রে। একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। ইতিমধ্যেই, বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা। আগুনের শিখা ছাড়িয়ে গিয়েছে বড় গাছকেও। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন যাতে আর না ছড়ায় সেটাকেই নিয়ন্ত্রণে আনাটা বড় চ্যালেঞ্জ দমকল বাহিনীর কাছে।
তবে দমকল সূত্র জানিয়েছে, ঝুপড়ির ভেতর কেউ আটকে নেই। সকলেই নিরাপদে বেরিয়ে এসেছেন। তবে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুড়ে ছাই হয়ে গিয়েছে দুশোর বেশি ঝুপড়ি। এখনও পর্যন্ত বেশ কিছু ঝুপড়ি দাউদাউ করে জ্বলছে। ঘটনার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সঠিক সময়ে দমকলও এসে পৌঁছয়নি। দমকল বাহিনী সঠিক সময়ে এলে আগুন এতটা ছড়াত না। জানা গিয়েছে, স্থানীয় স্কুলে আপাতত বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হবে।