বেলেঘাটা আইডি-তে চাঞ্চল্য, হাসপাতাল চত্বরে পড়ে মানুষের খুলি-হাড়গোড়...
আজকাল | ২০ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বেলেঘাটা আইডি হাসপাতালে চাঞ্চল্য। উদ্ধার হল মানুষের মাথার খুলি, হাড়গোড়। যা দেখে আঁৎকে উঠেছেন অনেকে। হাসপাতালের পরিত্যক্ত মর্গের বাইরে ঝোপে হাড়গোড়গুলি পড়ে থাকতে দেখা যায়। কীভাবে সেগুলি সেখানে এল তা নিয়ে প্রশ্ন উঠছে।
এক প্রত্যক্ষদর্শীবলেন, "জঙ্গল কাটছিলাম। দিন কয়েক আগে কয়েকটি মানুষের মাথার খুলি পাই। আর আজ হাড়গোড় উদ্ধার হল।"
সূত্রের খবর, হাসপাতাল চত্বরের মধ্যেই পরিত্যক্ত মর্গের বাইরে ঝোপ পরিস্কার করছিলেন দুই সাফাই কর্মী। সেই সময়ই মাথার খুলি ও হাড়গোড়গুলি দেখতে পাওয়া যায়। জানা গিয়েছে, মানুষের হাত ও পায়ের ১৩টি হাড় উদ্ধার হয়েছে।
হাসপাতালের তরফে অধ্যক্ষের আশ্বাস, হাড়গোড় উদ্ধারের ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে।