• আম্বেদকর নিয়ে শাহি মন্তব্যে চাপ বাড়াচ্ছে তৃণমূল, রাজ্য জুড়ে মিছিলের ডাক মমতার
    এই সময় | ২০ ডিসেম্বর ২০২৪
  • ভারতীয় সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সংসদ ভবনের সামনে আম্বেদকর মূর্তির নীচে প্রতিবাদ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। আম্বেদকরকে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে রাজ্য জুড়ে এ বার পথে তৃণমূল কংগ্রেস।

    সোমবার, ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের তরফে সমস্ত জেলা ও শহর নেতৃত্বের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্যবের তীব্র বিরোধিতা করে সমাজমাধ্যমে মমতা বলেন, ‘এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা।’ শাহের মন্তব্যকে সামনে রেখে বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘সংবিধান-বিরোধী বিজেপি বারবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাঁদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে।’

    উল্লেখ্য, গত মঙ্গলবার রাজ্যসভায় অমিত শাহের একটি মন্তব্য নিয়ে দেশ জুড়ে চর্চা শুরু হয়। সংবিধানের ৭৫ বছর নিয়ে আলোচনার শেষে জবাবি ভাষণে অমিত শাহ বলেন, ‘এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর...এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো।’ ইতিমধ্যে শাহের এই মন্তব্য নিয়ে বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত শুক্রবার একটি মিছিল করেছে ইন্ডিয়া জোটের সদস্যরাও।

  • Link to this news (এই সময়)