• নিয়োগ মামলায় তদন্তকারী দলের ‘মাথা’ বদলাতে চায় সিবিআই, দ্বারস্থ কলকাতা হাই কোর্টের
    আনন্দবাজার | ২০ ডিসেম্বর ২০২৪
  • নিয়োগ দুর্নীতি মামলায় সিট তথা তদন্তকারী দলে পরিবর্তন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল সিবিআই। সিটের মাথা থেকে এসপি কল্যাণ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে তারা।

    শুক্রবারই এ নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, ওই অফিসার আগামী বছর অবসর নেবেন। তার আগে তাঁকে দিল্লিতে বদলি করা হয়েছে। তিনি সেখানেই কাজ করতে চান। তাঁর পরিবার সেখানে রয়েছে। তাই নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত সিটের পুনর্গঠন করা হোক। কল্যাণের জায়গায় সিটের মাথায় আনা হোক অংশুমান সাহাকে। অংশুমান এখন সিটের অন্যতম সদস্য হিসাবে কাজ করছেন।

    গত বছর ৮ মে সিবিআইয়ের এসপি ধর্মবীর সিংহের জায়গায় কল্যাণকে সিটের মাথায় নিয়ে আসা হয়েছিল। তখন থেকেই তিনি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছেন। সিবিআই সূত্রে খবর, এ বার ওই অফিসারও বদলি চাইছেন।

    যদিও শুক্রবার সিবিআইয়ের আবেদন সাড়া দেয়নি আদালত। বিচারপতি অমৃতা সিংহ জানান, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। শীর্ষ আদালত শুনানির উপর স্থগিতাদেশ দিয়ে রেখেছে। ফলে হাই কোর্ট এই মামলাটি শুনতে পারবে না। সিটে বদল চাইলে সিবিআইকে সুপ্রিম কোর্টে আবেদন করতে হবে।

  • Link to this news (আনন্দবাজার)