• ‘পুষ্পা’ ইন, ‘খাদান’ আউট! রেলশহরে দেব ভক্তদের বিক্ষোভে সিদ্ধান্ত বদল হল কর্তৃপক্ষের
    এই সময় | ২১ ডিসেম্বর ২০২৪
  • তিনি ‘প্রধান‘। যদিও তাঁর ছবিকে ‘টেক্কা‘ দিয়ে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ নিয়ে সাজসাজ রব সিঙ্গল স্ক্রিনে। ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’, বারবার এই অনুরোধ করতে-করতে একদিকে যখন টলিউডের আর্বান পরিচালক-প্রযোজকরা একপ্রকার ক্লান্ত, তখন কলকাতা থেকে আড়াই ঘণ্টা দূরের রেলশহর খড়গপুরের সিঙ্গল স্ক্রিনে সাংসদ-অভিনেতা-প্রযোজক দেবের সাম্প্রতিক রিলিজ় ‘খাদান‘ নিয়ে কার্যত কোনও ক্রেজ়ই নেই। নিদানপক্ষে একটি হোর্ডিংও টাঙানো হয়নি হলের সামনে, এমনই অভিযোগ স্থানীয় দেব ভক্তদের। শুক্রবার, ২০ ডিসেম্বর বিকেলে সিঙ্গল স্ক্রিনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

    এ দিন (২০ ডিসেম্বর) রিলিজ় করেছে 'খাদান', যা কলকাতার বিভিন্ন  সিনেমা হলের সঙ্গে মুক্তি পেয়েছে খড়গপুরের ‘বোম্বে সিনেপ্লেক্স’-এও। দেব ভক্তদের দাবি, অভিনেতা দেবের কাট-আউট তো দূরের কথা, 'খাদান'-এর কোনও হোর্ডিং, পোস্টার বা ব্যানারের চিহ্নই নেই হলের সামনে। এক দেব ভক্তের কথায়, ‘বাংলার ছেলে হয়েও খড়্গপুরে ব্রাত্য, উপেক্ষিত দেব। এটা মেনে নেওয়া যায় না।’ প্রসঙ্গত, খড়গপুরের রাজনীতিতে তৃণমূল-বিজেপি দু'পক্ষেরই উপস্থিতি লক্ষ্য়ণীয়। 'মিনি ইন্ডিয়া' বলে পরিচিত খড়গপুরে তৃণমূলের তুলনায় বিজেপির 'প্রভাব' অনেকটা বেশি বলেই রাজনীতির কারবারিদের বিশ্বাস। সেখানে বাংলার সুপারস্টার দেব অভিনীত ‘খাদান’ নিয়ে কোনও হইচই না-থাকার পিছনে কোনও সূক্ষ্ম রাজনীতি কাজ করছে কি না, সে প্রশ্নও ইতিউতি ঘুরছে রেলশহরের হিমেল হাওয়ায়।

    এ দিন বিকেলে উত্তাল হয় সিনেমা হল চত্বর। দেব ভক্তরা হল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, এখনও হলের সামনে 'পুষ্পা ২'-র পোস্টার আছে, শাহরুখ খানের ডাবিং করা ‘মুফাসা: দ্য লায়ন কিং’ সিনেমার পোস্টারও লাগানো হয়েছে। কিন্তু 'খাদান'-এর কোনও হোর্ডিং, পোস্টার, কাট-আউট নেই। স্থানীয়দের বিক্ষোভের পরেই হল কর্তৃপক্ষ ভিতর থেকে 'খাদান'-এর একটি বড় হোর্ডিং এনে বাইরে রাখেন। তার পরই ক্ষোভ কিছুটা প্রশমিত হয় তাঁদের।

    ঘটনাচক্রে বিগ বাজেট কমার্শিয়াল ছবি (হিন্দি অথবা দক্ষিণের ডাবড-ভার্সান)-র দাপটের কাছে গত কয়েক বছর যাবৎ তাবড় টলি-সুপারস্টারের ছবিই ফিকে হয়ে যাচ্ছে। এ নিয়ে সোশ্য়াল মিডিয়ায় টলিউডের অনেকে একাধিকবার সরব হলেও কাজের কাজ কিছুই হয়নি। ২০ ডিসেম্বর রিলিজ় করেছে ৪টি বাংলা সিনেমা: ‘সন্তান’, ‘খাদান’, ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ও ‘চালচিত্র’। ‘পুষ্পা ২’-এর কারণে সিঙ্গল স্ক্রিনে বাংলা ছবি জায়গা পাচ্ছে না বলে ১৮ ডিসেম্বর, বুধবার সোশাল মিডিয়ায় দেব লেখেন, ‘অগ্রিম বুকিং এখনও শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছি। তবে শো না পাওয়ার জন্য দায়ী ভিন্ন ভাষার ছবি।‘ কলকাতার হল মালিকদের কটাক্ষ করে ‘এই সময় অনলাইন’কে পরিচালক রাজ চক্রবর্তী (‘সন্তান’ যাঁর পরিচালনায় নির্মিত) বলেছেন, ‘হিন্দি কিংবা অন্য ভাষার ছবি এলে সবার প্রথমে বাংলা সিনেমাকেই সাবোটাজ করে। হতেই পারে ব্যবসা দরকার… আজও মনে আছে, ‘চিরদিনই তুমি যে আমার’ ১২টা হলে রিলিজ় করেছিল। পরে ২০০-৩০০টা হল খুলে দিয়েছিল। আমি কিন্তু নিজের কথা বলছি না। সকলেরই কথা বলছি।’

    এ দিকে, 'খাদান'-এর একটি বড় হোর্ডিং হলের বাইরে এনে রাখান পর ঢাক-ঢোল বাজিয়ে, বাজি ফাটিয়ে 'বাপ আসছে' ('খাদান'-এর গান) বলে গান গেয়ে মাতিয়ে দেওয়া দেবের সেলিব্রেশনে মেতে ওঠেন অনুরাগীরা। শুধু তাই-ই নয়, দেবের ছবি দুধ দিয়ে স্নান করিয়ে 'অভিষেক'-ও করেন ভক্তরা! খড়গপুর শহরের বাসিন্দা তথা দেব-ভক্ত অসিত পাল বলেন, ‘বাংলার ছেলের সিনেমা। সেটাও আবার বিগ বাজেটের। তা সত্ত্বেও হল কর্তৃপক্ষের এই উদাসীনতায় আমরা অবাক! অথচ, দক্ষিণী সিনেমা নিয়ে বিশাল বাড়াবাড়ি হয়েছে। সেটা হতেই পারে, আমরা ‘না’ বলছি না। কিন্তু, বাংলার ছেলের সিনেমা নিয়ে এত অনীহা কেন? আমরা তাই বিক্ষোভ দেখাতে বাধ্য হই।’ যদিও, গোটা বিষয়টি নিয়ে হল প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হননি।

  • Link to this news (এই সময়)