আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে ঢুকে কানের দুল ছিনতাইয়ের চেষ্টা করেছিল প্রতিবেশী যুবক। বাধা দিতেই বৃদ্ধাকে ধারালো অস্ত্রের কোপ। তাতেই মৃত্যু বৃদ্ধার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার আক্রামপুরে। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম অণিমা বিশ্বাস (৭০)। অভিযুক্ত যুবক রাজু দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার আক্রামপুর শ্মশানপাড়া এলাকায় বৃদ্ধা অণিমাদেবী বসবাস করতেন। ছেলে ভিনরাজ্যে কাজ করেন। বাড়িতে পুত্রবধূ ও নাতি থাকেন। শুক্রবার দুপুরে অণিমা দেবী রান্না করছিলেন।
সেই সময় প্রতিবেশী যুবক রাজু হঠাৎ সেখানে চড়াও হয়। অণিমা দেবীর কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বৃদ্ধা তাতে বাধা দিতে যান। রাজু তখন হাতে থাকা একটি দায়ের কোপ তাঁর কাঁধে বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় অনিমা দেবীকে উদ্ধার করে প্রথমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বারাসত মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বারাসত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাসের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।
অভিযুক্ত যুবক রাজুকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নেশার টাকা জোগাড় করতেই রাজু ওই বৃদ্ধার দুল ছিনতাই করার চেষ্টা করেছিল। বাধা পেয়েই রাজু ওই বৃদ্ধার উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের প্রাণঘাতী হামলায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আক্রামপুর শ্মশান এলাকায় নেশাড়ুদের আড্ডা বসে। তাদের অত্যাচারে তাঁরা অতিষ্ট হয়ে উঠেছেন। পুলিশের কাছে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।